আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার জ্ঞাতি গুষ্টি - উৎসর্গ লীনা দিলরুবাবা



সাতে নাই পাঁচে নাই, পুলা ভোলাভালা তবু কেন তারে নিয়ে, টানে মামা খালা!? না হয় সে উঁকি ঝুঁকি, মারে সব ব্লগে, মাঝে সাজে দেয় খোঁচা, আর হা হা প গে! হক্‌ কথা সুশীলেতে, নাহি সদা বলে চোরকাঁটা তাই ভাই , বাঁকা পথে চলে ধরো যারা লিখে সব, ছাই পাশ চাপা তবুও বলি আহ্লাদে, "ভাই, বুবু, আপা" চোরকাঁটা তাই আর, মানে নাকো ধার বাজে হলে 'ওয়াক' বলে, হোক মুখ ভার ধর্ম বা পলিটিক্‌স কজন ই বা বুঝি? চোরকাঁটা চলে খুঁচে, তবু ফাঁক খুঁজি। ব্লগে দেখি কতো ফুল, পাখী, লতা পাতা কোনও কোনও ব্লগু গণ, খোলে লুল খাতা বুকে হাত দিয়ে আজ, কেউ বলো দেখি ? "চোরকাঁটা? সে তো লুল।'- বাজি রেখে লেখি দোস, জ্ঞাতি- গুষ্টিতে ভরা মোর লিস্ট পরিচয় ফাস হলে দিতে হবে ফিস্ট এবার আসো চোখ দেই, দিলরুবা লীনায় আফা মনি ভালো তবে, ঝাঁঝ বেশী গায় দেখে তারে, পড়ে মনে, কথা রুবাবার পাম্‌ মেরে চোরকাঁটা হয়ে গেছে পার ছড়াখানি আহামরি: কাঁটা মরে লাজে ধইন্যাপাতা হে আফা মন থেকে বাজে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।