বাংলাদেশ আওয়ামীলীগ আনেক বিচক্ষন সিদ্ধান্ত নিয়েছে... গতকাল রায় ঘোষনার সময় বিদ্যুৎ না থাকায় কাদের মোল্লার বিচারের রায়ের দণ্ড তখনো জানতে পারি নি। হঠাৎ আমার বাড়িওয়ালা বাসার সানিটারি ঠিক করার জন্যে আমার ফ্লাটে এসে বলল রায়ের কথা। উনি বললেন দেশ গৃহযুদ্ধ থেকে রক্ষা পেল। আমি ভাবলাম আজ যে সব মুক্তিযোদ্ধাদের হত্ত্যার জন্যে এই রায়, যাদের ধর্ষনের জন্যে এই রায়, যাদের লুন্ঠনের জন্যে এই রায়। তাদেরকে মাননীয় বিচারক / বাংলাদেশ আওয়ামিলীগ কিভাবে রায়ের আদেশ গুলো শোনাতেন। ক্ষমতায় যাওয়ার পথের বাধা দূর করতে এই রায়... কক্ষনো না... তারা বলতেন অন্যে গল্প... নিশ্চয় বলতেন... আল্লার মাল , আল্লার খাস বান্দারা নিয়েছেন... নারায়ে তাকবিরের সাথে তোমার মাথা থেকে ধর আলাদা করেছে, তুমিতো নিশ্চিত বেহেস্তে যাবা... শুধু শুধু রায় নিয়ে মন খারাপ করে না... নিশ্চয় বলতেন... মা বোনেরা তোমরা মন খারাপ করো না... ৭০তা হুরের ঘোরে একটু দুস্তমি করে ফেলেছে। আমি জানি শহীদেরা বিচার চায়তে আসবে না , বীরাঙ্গনা পালিয়ে মুখ লুকাবে... কিন্তু আমরা আমাদের বিবেককে কি জবাব দেবো... বাংলাদেশ আওয়ামীলীগ অনেক বিচক্ষন সিদ্ধান্ত নিয়েছে.....!!! ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।