০১.
শৈশব থেকেই বড়ো বেশী স্বপ্নবিলাসী
প্রতিরাতে স্বপ্নের
সোনালী সাম্পানে
চড়ে চলে যাই
হিরন্ময় সুখের কাছাকাছি
সেই ছোটবেলা থেকেই।
০২.
ঈশ্বর-টিশ্বরে আদপেই বিশ্বস্ত নই,
বরং, ঐ লোকটির অস্তিত্ব খুবই ম্লান
আমার জগতে। এখানে
আমি ও চিত্রলেখা ছাড়া কারুরই
স্থান নেই, কখনো হবে বলেও
ভরসা কিছু নেই।
০৩.
ছকবাঁধা জীবন বলে কিছু
জানিনা, যখন যেমন খুশী
তেমন
চলতেই অভ্যস্ত আমি সুদূর
শৈশব থেকে।
প্রতিদিন-প্রতিরাত একটাই রুটিন
জানি, চিত্রলেখাকে সুখী করা এবং
ওকে সঙ্গদান করা, আর
একাজে বিশ্বস্ততা আমার প্রচুর।
০৪.
ভালবাসা
সুখ
আনন্দ
সঙ্গীত আমাকে শান্তি এনে
দেয়; এগুলোর অভাব হলেই
বড়ো বেশি বিক্ষিপ্ত হয়ে পড়ি
আমি, তখন আরো বেশী
স্বপ্নবিলাসী হই।
০৫.
ঈর্ষাপরায়ণ নই
নই মোটেও প্রতিহিংসাপরায়ণ,
কেউ দুঃখ দিলে
ভীষ্মদেবসম সয়ে যাই
নিদারুণ আঘাত নীরবে।
কেননা, শৈশব থেকে
একটাই সত্য জানি, মানুষেরা
বড়ো বেশী ভয়াবহ,
বড়ো বেশি পারঙ্গম
ক্ষত সৃষ্টির কাজে।
০৬.
বন্ধু কেউ নেই,
চিত্রলেখা'কেই একমাত্র বন্ধু বলে
জানি, সে
আমার স্বপ্নের সাম্পানের
মাঝি, বাস্তবেও
সে আমার বড়ো কাছাকাছি
থাকে সুখে এবং দুঃখে।
ভীষণ ঝড়ে এবং
নিকষ কালো আঁধারে কিংবা
সোনালী আলোর মেলায়
সবসময়ই সে আমাকে অকৃপণ
যোগায় সাহস, শক্তি ও প্রেরণা।
০৭.
এসব কারণে
স্বপ্নবিলাসী বলে
শৈশব থেকেই অনেক কটুকথা
সইতে হয়েছে,
এও জানি
আরো অনেক এমন সয়ে যেতে
হবে আগামীতে।
কিন্তু তোমরাই বলো,
স্বপ্ন দেখা অথবা
কল্পনার পাখায় ভর করে
উড়ে যাওয়া হিরন্ময় সুখের
সন্ধানে
কিছু কি খারাপ?
এতে পাপ কিছু আছে বলে
আমি মানিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।