আমাদের কথা খুঁজে নিন

   

একজন প্রবাসীর আত্মজৈবনিক কথন

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

একজন প্রবাসীর আত্মজৈবনিক কথন আবু মকসুদ ১- জীবনের মানে আশা, ভরা থাকে খামের ভিতর জলজ সজ্জায় শুয়ে পাথরের লাশ প্রাণহীন নিথর এই পাথর একদার খাড়ি, বেজে যেত ঝর্নার তান বান্ধবী রাজকন্যার ধুলিমেঘ স্পর্শতার প্রফুল্ল বাগান এমন প্রফুল্ল ফুল গেঁথে জাহাজ আকাশের সওয়ারী বাতাসে ভাসান দেওয়া, পুড়ে যাওয়া সততার গাড়ী এখন পাথর দিন, পরবাসের মুদ্রায় মুদ্রিত পাথরের লাশ বরফের তাপে জ্বলে ছায়াগাছ পাথরেরা অভ্যাসের দাস। ২- ভেঙ্গেছে পেয়ালা চায়ের চক্করে, বুনছে স্বপ্ন সোনার ধানের নিড়ানি দেখছে সামনে চুড়ুই’য়ের বাসা বোনার একদিন ভোরে নির্ভিক পিতা উড়িয়েছিলেন পালক উড়তে গিয়ে নিচেই নেমেছে ঠোকরিয়েছে বক কালো পাতিলের নীচে ছিলো তবু নির্ভরতার চাবি দরজা আগলে মজদুর মাতা কি ছিল তাহার দাবী! বেয়াড়া ইচ্ছে ভাসিয়ে এনেছে, ইচ্ছে খেয়েছে ঘুনে বুকের ভিতর নির্ভিক পিতা মজদুর মাতা পুড়ে বিষাদ আগুনে। ৩- শুয়ে থাকতাম চাঁদের প্লাটফর্মে শরীরে অবলিলায় ঢুকে যেত নীল চাঁদ ভোরের কুয়াসায় জেগে উঠলে দুরের নদী লাঙ্গলের ফলা কাঁধে চেখে নিতাম দুধের স্বাদ। একদিন লতাগুল্ম পথে আঁটকে গেলে সময়ের পা হতাশার ঝড় উঠে, মধ্য রাত নেমে আসে পথে কি ভাবে মিলাবে অন্তহীন আঁধার, কোন ম্যাজিকে সাগর ওপারে তরল সোনা, সাঁতরানো স্বপ্নের রথে। লাঙ্গলের ফলায় মরচে ধরেছে, গাঁথেনা মাটিতে আর স্বর্ণ পেয়েছি স্বস্তি পাইনি ছিড়েছে চাঁদের তার। ৪- শরীরে জড়াস তাবিজ কবজ মঙ্গল কামনায় আহারে বাছা দুর পরবাসে মায়ের বুকেতে আয় গেহস্তালী এখনো আছে দু’বেলা দু’মুটো ভাত ভোরের কুয়াশায় দোরের কাছে ফুটে আছে পারিজাত আছে সেই সব পিতার জমিন, আগলে রাখার সাধ যে টুকু খরা মজবুত হাতে করে নিবি আবাদ আয় বাছা আয় ডাকছে তোকে প্রিয় পুকুরের জল পুকুর পাড়ের শ্যামলা মেয়ের চোখে জল অবিরল। ৫- ছাদ চুঁইয়ে বৃষ্টি পরা বুকের গভীরে বৃষ্টি মন পরে রয় চৈত্রের তাপে কি নিদারুন দৃষ্টি ধানের ক্ষেতে ঢেউ খেলে যাওয়া সেই অপূর্ব ভোর স্বপ্নের ঘরে আলোক বন্যা কোথা গেল ঘুম ঘোর শালিকের ঠোঁটে ধানের খোসা উড়ে বসা মায়া মেঘ লালগোলাবি চোখের পাতায় আবিস্কারের বেগ মরুপ্রান্তরে স্মৃতির পাতার সব আলো আজ ফিকে বুকের ভিতর ধুলা ঝড় যায়, শুধু হতাশার দিকে। ৬- এখনো কড়জোড়ে মোনাজাত একটি বার ফিরায়ে নাও আবার পরিপূর্ণ করো অপূর্ণতার অভিশাপ থেকে নিস্তার দাও বুকেতে স্বদেশ পুড়ে, জুড়াও পুড়ে যাওয়া প্রাণ ফিরবার পথ দেখাও মিটিয়ে দাও আশ্নেষের গান হে প্রভু কড়জোড়ে মোনাজাত ভুলছি মানতের দায় কখনো ভুলবনা পথ আর, ডেকে নাও সবুজের সীমানায়। হে প্রভু উপোসীরা বুঝে শুধু ভুরিভোজনের সুখ তোমাতে ঠুকেছি মাথা আরেকটিবার দেখাও বাংলার মুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.