আমাদের কথা খুঁজে নিন

   

বিত্তের গুন


কিছুক্ষন আগের কথা। অফিসে বসা, হঠাৎ এক ভদ্রলোক এসে বসলেন সামনে, একটা কাজে। এসেই ঘরের এদিক সেদিক চেয়ে জিজ্ঞেস করলেন, "কারেন্ট নেই?" বললাম, "আছে তো, কেন?" বলেই বুঝলাম, ভদ্রলোকের গরম লাগছে। "এসি দেব?" বলে এসিটা অন করে দিলাম (আমি সাধারনতঃ আমার রুমের এসি প্রায় ছাড়িইনা, গ্রীষ্ম কালেও)। ভদ্রলোক জানালেন, আমি আবার গরম সহ্য করতে পারিনা।

বাসাতেও সব সময় এসিতে থাকি। ভাবলাম টাকা, পয়সা, ধন আমাদের অনেক শক্তি ও ক্ষমতা দান করেছে, কিন্তু বিনিময়ে একটা ভীষন মূল্যবান শক্তি কেড়ে নিয়েছে। "প্রতিকূলতা সহ্য করবার ক্ষমতা" টাকা থাকলে আমরা গরম সহ্য করতে পারিনা। পায়ে হাঁটার কষ্ট সহ্য করা সম্ভব হয়না। ধীর গতিতে চলা বাহন সহ্য হয়না, (তাই দরিদ্র রিক্সাওয়ালাদের প্রায়ই দেখা যায় বাবা মা তুলে গুষ্ঠি উদ্ধার করছি আমার গাড়ির সামনে বাধা হয়ে দাঁড়াবার কারণে)।

আর সর্বোপরি ক্ষুধা তো সয়ইনা। এত ক্ষমতা হারাবার অবধারিত ফল স্বরূপ আরেক মহামূল্যবান সম্পদও একটু একটু করে ক্ষয়ে যেতে থাকে। ...সুখ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।