আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশপ্রেম অর্থ আর বিত্তের কাছে বন্দি

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

তুই আজ দেশ ছাড়া অনেকদিন। দেশ তোকে টানে না আর অথবা টানলেও সে টান চাপা পড়ে যায় দৈনন্দিন সুখ, অট্টালিকা, দামী গাড়ী আর বিলাসী বাড়ীতে। একদা তুই দেশ দেশ করে চিৎকার করে মরতি।

দেশ প্রেমিক ছিলি তখন। আমি এখন বুঝি, অর্থ আর বিত্তের কাছে দেশ প্রেম কিছুই না, বিনা মূল্যে বিকানোর মত। মনে আছে তোর ৩১/বি, শাহবাজ লেনের বাড়ীতে আড্ডা দিতি তুই। একদঙ্গল প্রেমিক বন্ধু ছিলো তোর, দেশপ্রেমিক, যাদের, জীবনানন্দের কবিতায় ছিলো অগাধ বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা, রবীন্দ্রনাথে মজে থাকতো মাতাল মদারুর মত। আর তুই জাতীয়তা ভেদ করে আন্তর্জাতিকতায়, আমাকে উপহার দিলি "পয়েমস অব পেট্রিয়টিজম, এন ইন্টারন্যাশনাল পেট্রিয়টিক পয়েমস কালেকশন।

" একদিন, যেদিন অর্থ বিত্তের রমরমা থাকেনা, সেদিন হয়তো নিজেকে দেশপ্রেমিক হিসেবে দেখতে ভালোই লাগে, আয়নায় নিজের প্রতিবিম্বকে চে গুয়েভারার আদল মনে হয়, খোঁচা খোঁচা দাড়িতে নিজেকে বাউণ্ডুলে প্রেমিকপুরুষ ভেবে সুখ পাওয়া যায়, একদিন, যেদিন, অর্থবিত্তের চাঙ্গা হাওয়া বয় উত্তরে, দক্ষিণে, সেদিন কোথায় চে গুয়েভারা, কোথায় দেশপ্রেম। এখনো কি তুই দেশপ্রেমের স্বপ্ন দেখিস, জানিনা, যদি দেখে থাকিস, আমি বলব ভুলে যা, কারণ বিদেশী টাকায় আর যাই কেনা যায় না কেনো, দেশপ্রেম কেনা যাবে না, লেপের নীচে রেখে দে তোর দেশপ্রেম ডলার আর পাউন্ডের মত। আবার যেদিন তোর বিত্তের পাহাড় ভেঙে খাঁন খাঁন হবে, সেদিন হয়তো তুই মিথ্যে প্রেমের বাহানায় দেশ দেশ বলে চিৎকার করবি, বুকে লাগাবি বর্ণমালার টি-শার্ট, মাথায় লাল সবুজের পতাকা। আমাদের দেশপ্রেম অর্থ আর বিত্তের কাছে বন্দি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।