আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর ইতিহাস...



বৃদ্ধ এই পৃথিবীর ইতিহাস বড় অদ্ভুত... লক্ষ কোটি বছর ধরে মানুষ ছিল 'শিশুসুলভ' হিংস্রতায় মত্ত... তারপর একদিন আকাশের দুইপ্রান্ত থেকে নেমে এল দুটি পথ... একপথে এল স্বর্গের হিমশীতল বাতাস আর অন্যপথে নরকের বীভৎস আগুন... স্বর্গীয় বাতাসে সেই আগুন নিভে যাবার কথা ছিল... কিন্তু তা হলনা.. বরং... সে বাতাসে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল সেই আগুন... স্বর্গীয় বাতাস আর নারকীয় আগুনের মিশ্রনে সৃষ্টি হল এক বিকলাঙ্গ সভ্যতা.... সেই থেকে চলছে আমাদের অন্ধ দেহযাত্রা.... এই চলার শেষ হবে কোন হিংস্রতার মধ্য দিয়েই.... তবে তা হবে.....'পশুসুলভ' হিংস্রতা.... দ্রষ্টব্য: আমি কোন লেখক বা কবি নই। তাই আমার কোন ব্লগ যদি ঘটনাক্রমে কেউ পড়েন এবং মন্তব্য করতে চান, অনুগ্রহ করে কবিতা বা গল্প নয়, একজন অতীতবিলাসী মানুষের অসংলগ্ন ভাবনার বহিঃপ্রকাশ ভেবে মন্তব্য করবেন। অগ্রিম ধন্যবাদ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.