আমি এক অনন্য মানুষ, আমরা এক মহান জাতি ।
আমার কাছে সফটওয়্যার এক বিশাল কালকশন রয়েছে। সবাই যদি চাই তাহলে আমি নিয়মিত ভাবে এইখানে পোস্ট করতে পারি।
তবে কিছু শত রয়েছে।
১।
বর্র্ণনা গুলি ইংরেজীতে হবে।
২। অপেনলী কেউ আমার কাছে ক্র্যাক, কী জেনারেটর বা সিরিয়াল কী চাইতে পারবেন না। (PM) বাংলায় যাকে বলে গোপনবাতায় মেইল করুন।
৩।
পোস্ট করা সফটওয়্যার এর কোন ধরনের হেল্প লাগলে গোপন বাতা ( ফোরাম এর নিজ্রস মেইল সাভিস) পাঠান। ই-মেইল করবেন না।
আমি সকলের মন্তব্য আশা করছি । সবার মন্তব্যের উপর আমার ভবিষ্যত পোষ্ট গুলো নিভর করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।