মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
আমরা তো সব সময় আপডেট থাকার চেষ্টা করি। দু:খিত আমরা কম্পিউটার ব্যবহারকারীরা সবসময় নতুন নতুন সফটওয়্যারে আপডেট থাকতে পছন্দ করি, তাই না? কিন্তু মাঝে মাঝে পুরোনো সফটওয়্যারও কিন্তু কাজে লাগে। হ্যাঁ পুরোনো পুরোনো সফটওয়্যারের জন্য এখানে http://www.oldversion.com লগিন করুন। এই সাইটে গেলে দেখবেন সফটওয়্যারের দিক অনুযায়ী বিভিন্ন ভাগ রয়েছে। যেমন ধরুন মার্টিমিডিয়া! মাল্টিমিডিয়ার কত ধরনেরই তো সফট্ওয়্যার আছে তাই না? এর মধ্যে ধরে নিলাম Winamp। Winamp ক্লিক করলেই দেখতে পাবেন Winamp এর শুরু থেকে শেষ পর্যন্ত আপডেট। এখানে নানা ধরনের সফটওয়্যারের নতুন এবং পুরোনো সফটওয়্যার পাবেন এই সাইটে।
http://www.oldversion.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।