আমাদের কথা খুঁজে নিন

   

একটি দারুন সফটওয়্যার

ক্ষুদ্র এই জীবনে অনেক কিছুই করতে চাই, কিন্তু পারি না।আর কিছু কথা আছে, যা হয়ত বলা যায় না, লিখে প্রকাশ করাই একমাত্র পথ। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনাদের সাথে একটি দারুন সফটওয়্যার এর সাথে পরিচয় করে দিব আজকে। এটা windows বেসড, (xp,vista,7)যা windows explorer এ একটি এক্সটেনশন যুক্ত করবে। আর এটা বহু ট্যাবের মতোই (Google Chrome) কাজ করে। ক্লোভার ইনস্টলেশনের পরে, আপনি একই উইন্ডোতে একাধিক ফোল্ডার খুলতে পারবেন। সবচেয়ে মজার জিনিস হল, এটা দিয়ে Google Chrome এর কমান্ড এর মতই কাজ করা যায়। যেমন, Ctrl + T to open the page Ctrl + W to close the page Ctrl + Tab to switch pages, যদি কেউ এটা নামান, তাহলে softpedia তে দ্যাখতে পারেন, কারন মুল সাইট টা chinese এ করা softpedia main site

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.