সুখীমানুষ
(খুব স্লো একটা সুর মনে মনে ঘুরছে এই গানটির সাথে, খুব দুঃখী দুঃখী একটা সুর। আমি চেষ্টা করছি কিছু একটা দাড়া হয় কিনা বাঁশীতে, যদি দাড়া হয়, তাহলে আপলোড করে লিংক দিয়ে দিবো ইনশাল্লাহ। )
ধীরে ধীরে কেমন করে হয়ে গেল পর
সখীগো অ..সখী সে বিনে শূন্য শ্যামনগর। ।
নাই নাই, কি যেন নাই কে যেন নাই করি নিশীদিন
সখীগো অ..সখী তুমি কি আছো ভালো আমি হীন।
।
আমার মত তোমারওকি কাঁদে ঘর-পর।
সখীগো অ..সখী তুমি বিনে শূন্য শ্যামনগর। ঐ
কাঁদে নয়ন, কাঁদে নিশী, হায় কাঁদে চরাচর
সখীগো অ..সখী কেঁদেই মরি কেবল ঝরেঝর। ।
তুমি নাই, কার সাথে আর বাধি বলো ঘর।
সখীগো অ..সখী তুমি বিনে শূন্য শ্যামনগর। ঐ
৮-১১-০৮, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।