আমাদের কথা খুঁজে নিন

   

পোস্ট কথন। (একটি স্বঘোষিত আজাইরা পোস্ট)

কোন আপডেট নেই।

পোস্ট কথন। (একটি স্বঘোষিত আজাইরা পোস্ট) দুই পোস্টের নাপিত আমি। এখনও ব্লগার হিসেবে বুৎপত্তি হয়নি। আফসোস আমার কোন পোস্টের কুটির শিল্প নিদেন পক্ষে ঝুপড়ী শিল্প নাই।

এই দুঃখ্যে যাবতীয় আবজাব কমেন্ট প্রসব করছি। মন্তব্য গ্রহীতারা যখন খোঁচা-খুঁচি করে আমার পাতায় যায় ...দুই পোস্ট দেখে তাদের অনেকেই যে ঠোট বাকিয়ে ভুরু কাপানো ক্রর হাসি দিয়ে "...আইছে দুই পোস্টের পন্ডিত" মার্কা বাক্য নিঃসরণ করেন ...তার আচ মন্তব্যের ফাকা প্রতিমন্তব্য দেখে বেশ টের পাই। আফসোস ...এর পরও আমার বেলাজ আঙুল কি-বোর্ড কোন মহৎ পোস্ট প্রসব করতে ব্যার্থ হয়। সামুব্লগের এক স্বনাম-খোয়ানো ব্লগার এর সাথে আগে থেকেই কিঞ্চিৎ হূদ্যতা ছিল। তিনি পর্যন্ত বড়বোন-সুলভ মুখোশ খুলে আমাকে হুমকি দিয়েছেন।

তবে আমি আশা ছাড়ি নাই। নিত্য যাতায়ত পথে যেখানে মাসে দু-একবার বাসে সিট পাই... সেই চন্দ্রবিন্দু কপালের আমিও যে একদিন পোস্টারিং মেশিনের মত পোস্ট ছাড়া আরম্ভ করব ...তাতে আমার নিজেরই কোন সন্দেহ নাই। এমন পোস্ট যে... সেই বস্তু দেখে কবিয়াল সমাজ থেকে আরম্ভ করে কপি-পেস্ট কলুরাও নিজ নিজ চেয়ারে ইসটিকি হয়ে যাবে। এইটা এই ব্লগফেমলির প্রতি একটা অসমাপ্ত ফরতিগ্গা। নাফিস ইফতেখার এর সামু-ব্লগ থিসিস অনুযায়ি এই পোস্ট কোনজাতীয় আবর্জনা হইছে সেটা কষ্ট করে যারা পড়লেন তাদের উপরই ছেড়ে দিলাম।

তবে "গ্যাটিস পোস্ট" নামটা আমার মনে আসল। এখনও মাইনাস প্রাপ্ত হইনি কোন লেখায়। তার মানে যাদের এতদিন তেরা-বেকা মন্তব্য করে এসেছি... তারা যাই লিখুন... তারা যে খঁাটি ভদ্রলোক ...তাতে কোন সন্দেহ নেই। কারণ বক্র কথার জবাব কেউ সরল রেখায় দেননি। তাদের সবার প্রতি সত্যিকারের কৃতজ্ঞতা রইল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.