দেশের অন্যতম বৃহত্তর উপজেলা বেগমগঞ্জে অবকাঠামো, শিা এবং ক্রীড়া-সাংস্কৃতির ব্যাপক উন্নয়নে অবদান রাখায় সেনাপ্রধানের ভাই মিনহাজ আহম্মেদ জাবেদকে আগামি সংসদ নির্বাচনে প্রার্থী হবার আহবান জানিয়েছে বেগমগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গণমিছিল বের করে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় বিশাল গণমিছিল বের হয়ে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদণি করে। হাজার হাজার মানুষের অংশগ্রহণের মিছিলটি চৌমুহনীর বিভিন্ন সড়ক প্রদণি করার সময় রাস্তার দু’পাশ থেকে মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানায়। বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আজিজুল হক ও সহ-সভাপতি সামছুল আলম লাভলুর নেতৃত্বে সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, জাসদ নেতা আব্দুল জলিল চেয়ারম্যান, নোয়াখালী মটরযান মালিকগ্র“পের সাধারণ সম্পাদক আজিজুল বাশার স্বপন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রফিক উল্যা ওরফে নেতা রফিক, চৌমুহনী পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন, ক্রীড়াবিদ নিজাম উদ্দীন শাহী, সাংস্কৃতিক কর্মী আবুল হোসেন বাঙালী, টেম্পু মালিক সমিতির নেতা সেলিম ভান্ডারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণমিছিলের নেতৃত্ব দেয়।
এসময় মিছিল থেকে মিনহাজ আহম্মদ জাবেদকে সংসদে চাই এই শ্লোগান দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।