আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাককেইন জোকস : পলিটিকাল জোক - পার্ট ৩

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

অনভিজ্ঞ সারাহ প্যালিনকে রানিংমেট বানানোর পর থেকে জন ম্যাককেইন ট্যাক্সিতে ওঠা ছেড়ে দিয়েছেন। কারণ সব ট্যাক্সি ড্রাইভারই নাকি ট্রান্সপোর্ট সেক্রেটারি হতে চায়! দেখো দেখি কী কাণ্ড! ডেমোক্রেটরা বলছে, জন ম্যককেইন নাকি উইকিপিডিয়া থেকে ডেমোক্রেটদের ইলেকশন আইডিয়া চুরি করেছে। আরে বাবা, যে লোক ইন্টারনেট ব্যবহার করতেই জানে না সে উইকিতে যাবে কী করে? প্রেসিডেন্ট বুশ নাকি কোন এক র‌্যালিতে গিয়ে বলেছে সে জন ম্যাককেইনকে সাপের্ট করছে। সেই র‌্যালিতে নাকি অনেক ডলারও ডোনেশন এসেছে। আমি বলি কি, ওই টাকার পুরোটাই খরচ হবে, ম্যাককেইনের পাশে বুশ থাকলে যে ভোটগুলো কমে যাবে, তা পুণরুদ্ধার করতে।

জন ম্যাককেইন সম্পর্ক বলা হয়েছিল ৭২ বছর বয়সী এক লোকের পক্ষে হোয়াইট হাইজের ভার সহ্য করা সম্ভব কি না। তার জবাবে ভদ্রলোক প্রায় ১২০০ পাতার এক মেডিকাল রিপোর্ট প্রকাশ করেছেন। তার ডাক্তার অবশ্য ওই রিপোর্টকে বলেন ‌"চ্যাপ্টার ওয়ান"। হিলারি ক্লিনটন, বারাক ওবামা এবং জন ম্যাককেইন তিনজনই প্রমাণ করার চেষ্টা করেছেন যে হোয়াইট হাউজে তারা এমনকি রাত তিনটায়ও ফোন কল রিসিভ করার মতো যোগ্য। এদের মধ্যে আমি কেবল ম্যাককেইনকেই বিশ্বাস করতে পারি।

ওই বয়সের একজন ব্যক্তির বেলায় রাত ৩টায় স্বাভাবিকভাবেই হিসু করার জন্য ঘুম ভেঙ্গে যায়। এবারের নির্বাচনে প্রার্থীদের খুব সতর্ক থাকতে হবে একে অন্যের সমালোচনা করার সময়। হিলারি সম্পর্কে কিছু বললেই তাকে লৈঙ্গিক বৈষম্য বলা হবে, ওবামার বিরুদ্ধে কিছু বললেই বর্ণবাদ লেবেল দেয়া হবে, আর ম্যাককেইনের বিরুদ্ধে কিছু বললেই বলা হবে দাদুদের অসম্মান করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।