এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইন বলেছেন, বিভিন্ন জরিপের ফলাফল দেখে নির্বাচনী "পন্ডিতরা"
যেসব ভবিষ্যদ্বাণী করেছেন শেষ পর্যন্ত তা ভুল প্রমাণিত হবে । জরিপের ফলের সাথে আসল ফলের আকাশ-পাতাল তফাৎ হবে বলে ম্যাককেইন প্রত্যয় ব্যক্ত করেছেন । শেষ কয়েকদিনের প্রচারণার উপর অনেক কিছু নির্ভর করবে বলে ম্যাককেইন মনে করেন । তার ধারণা, নির্বাচনের আগের এই কয়টা দিনেই জনমত তার পক্ষে চলে যাবে ।
-খবর এপি ও বিবিসির ।
আমাদের সম্মানীত সামহোয়্যার-ইন ব্লগাররা কি তাই মনে করেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।