(¯`·._ Welcome to last blog _.·´¯)
ইন্টারনেটে থাকাকালীন হঠাৎ নিচের মেসেজটি আসে। ক্লোজএ ক্লিক করলে ডায়লগ বক্সটি চলে যায়, কিন্তু ইন্টারনেটের ডাটা সেন্ড রিসিভ বন্ধ হয়ে যায়। অর্থ্যাৎ কানেকশনটি অকেজো হয়ে যায়। নতুন করে রির্স্টাট দিলে সব ঠিক হয়ে যায়। এই মেসেজটি আসার কোন টাইম ঠিক নেই। ইন্টারনেট কানেক্টের ৫ মিনিটের মধ্যেও আসে আবার ২ ঘন্টার মধ্যেও আসে। কখনও বা আসেনা। উইন্ডোজ সেপ আপ ছাড়া এ থেকে মুক্তির উপায় কি আছে?
আমি নকিয়া এন ৭৩তে ডাটা ক্যাবল দিয়ে জিপি নেট চালাই। সাপোর্টিং সফটওয়ার নকিয়া পিসি সু্ইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।