আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com
দুই মাস হইলো দুবাই আইসা পরছি। কামলা মাসাআল্লাহ মন্দ কম না। দিনের রুটিন হইলো... কামলা >> ঘুম>> কামলা... হোটেল থিকা এক রুমে ফ্রী ইন্টারনেটের ব্য্রবস্থা করছে... কিন্তু সারা দিন কামলা দিয়া বাসায় আইসা আবার নেটে বসা হয় না.....
সব দুক্ষ সহ্য হয়... কিন্তু নেট নাই এই দুখ: কোথায় রাখি কন!!! হালারা ১ মেগা নেটের খরচা চায় মাসে হাজার পাচেক টাকা..
মাঝে মাঝে ব্লগে আসি ... কিছু লেখা পড়া হয়... কিন্তু মনে হয় ব্লগের ঘটনাপ্রবাহ থিকা অনেক দুরে.... ব্লগের সবাইকে জটিল মিস করি..
আইজ বিকালে বারান্দায় ফাও নেট খুইজা পাইলাম... দোস্তোর লেপটপে চামে চামে সবকিছু চেক করতাছি... তাই এখন এই ফ্রী ওয়াইফাই ব্যবহার করনের ব্যবস্হা করতে হইবো... কাইলই নেট বুস্টার কিনা আনুম...
আর দুবাইএর আমগো ব্লগার কারা আছেন একটু আওয়াজ দিয়েন... মাঝে মাঝে এট্টু ডিসটারব করতে পারতাম...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।