আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সাঅলা, বাস ও তাজমহলের কাহিনী


রিক্সাঅলা, বাস ও তাজমহলের কাহিনী ইদানিং রিক্সাঅলাদের প্রেস্টিজ জ্ঞান বেড়ে গেছে মনে হয়। আপনি প্রতিদিন হয়ত আগারগাঁ মোড় থেকে বাবর রোড পর্যন্ত ১০ টাকায় যাতায়াত করেন। নিত্যদিনের মতো কোনো এক রিক্সায় চড়ে বসলেন তারপর নেমে হয়ত বিশ টাকার নোট দিলেন। সে আপনাকে ৫ টাকা ফেরত দিল। এ নিয়ে আপনি কথা বললে সে বলবে, এই জন্যই রিক্সায় ওঠার আগে দরদাম ঠিক করে ওঠানো উচিত।

আপনি তাকে বললেন যে, ভাই আমি তো প্রতিদিন ১০ টাকা ভাড়া দেই, কেউ তো আপত্তি করে না, আপনি করছেন কেন? সে বলবে, আপনার ভাড়া লাগবে না যান। এই যে আপনাকে সে করুণা করল। এতে আপনি ক্ষিপ্ত হয়ে তার সাথে ঝগড়া করতে পারেন বা ১৫ টাকায় ভাড়া দিয়ে দিতে পারেন আর সেরকম আপনার মেজাজ খারাপ হলে বলতে পারেন, তুমি তো আমার চাইতেও বড়লোক। যাও, নায্য ভাড়া না নিলে আমার করার কী? আমার এরকম অভিজ্ঞতা হয়েছে। রিক্সাঅলারা প্রচণ্ড শারিরীক পরিশ্রম করে, রক্ত ঘামে পরিণত করে টাকা উপার্জন করে, তাই তাদের সাথে ভাড়া নিয়ে ঝগড়া করতে ইচ্ছে করে না।

মানবিক কারণেই তাই যা চায় তাই দিয়ে দেই। অনাকাক্সিক্ষত এরকম ঘটনার থাক থেকে রেহাই পেতে তাই স্বল্প দূরত্ব হেঁটে আর বেশি দূরত্ব বাসে যাতায়াত শুরু করলাম। সেখানেও বিপত্তি। টিকিটি কেটেও ভিড় এড়ানো দায়, বাসের মধ্যে দাঁড়ানোরও জায়গা থাকে না। তার উপর হকারের অদ্ভুত কাহিনী বর্ণনা।

গতকাল দাঁতের মাজন বিক্রেতার কাছে শুনলাম যে, একদিন নাকি মমতাজ সম্রাট শাজাহানকে বললেন যে, জাঁহাপনা আমার একটা দাঁত ভেঙে গেছে। আমাকে একটা ভালো দাঁতের ব্যবস্থা করে দেন। সম্রাট বলল, বেগম আমি দাঁত কোথায় পাবো বলো। তবে তোমাকে দাঁতের মতো ঝকঝকে তাজমহল বানিয়ে দিচ্ছি। আমি আশ্চর্য হয়ে তাজমহল তৈরির পেছনের কাহিনী শুনলাম।

এটা কি সত্যি নাকি রে ভাই!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।