আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবি’র এসএম হলের ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিদ্বন্দ্বী গ্রুপ



বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্রলীগ নেতা সৈকতকে চাপাতি দিয়ে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে একই প্রতিদ্বন্দ্বী সুমন গ্রুপের কর্মীরা। গতকাল রাত ৮টায় এসএম হলের ভেতর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সৈকতকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হলের প্রতক্ষ্যদর্শী ছাত্ররা জানায়, গত ২০ অক্টোবর ছাত্রলীগ সভাপতি প্রার্থী সৈকত ও সুমন গ্রুপের মধ্যে সংর্ষের ঘটনা ঘটে। সুমন গ্রুপের কর্মীরা সৈকতের রুমসহ বেশ কয়েকটি রুম ভাঙচুর করে।

এক পর্যায়ে হল থেকে সৈকতসহ তার গ্রুপের কর্মীদের ধাওয়া দিয়ে বের করে দেয়। বেশ কিছু দিন হলের বাইরে থাকার পর গতকাল সন্ধ্যায় সৈকত হলে ফিরলে সুমন গ্রুপ তার ওপর চড়াও হয়। তাকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কোপায়। এতে সৈকতের দুই পায়ের এবং এক হাতের রগ কেটে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে পাঠান।

হামলার বিষয়ে সুমন বলেন, সৈকত কয়েক দিন আগে আনোয়ার নামে তার এক কর্মীকে প্রহার করে। এরপর তার গ্রুপ সৈকতকে হল থেকে বের করে দেয়। গতকাল সে বহিরাগতদের নিয়ে হলে ফিরলে তার কর্মীদের সাথে সৈকতের সংঘর্ষ হয়। ঘটনার সময় সুমন বাইরে ছিল বলে জানায়। এ দিকে সৈকত গ্রুপের কর্মী বান্না বলেন, সৈকত একা হলে যাচ্ছিল।

তার সাথে কেউ থাকলে সে একা আহত হতো না। সুমন গ্রুপের কর্মীরা তাকে নির্মমভাবে কুপিয়েছে বলে সে জানায়। (সূত্র: নয়া দিগন্ত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.