e_echo@live.com
আমি মুক্তিযুদ্ধ দেখিনি, শুনিনি শেখ মুজিবের ৭ই মার্চের সেই জ্বালাময়ী ভাষণ। আমি একজন ফেরদৌসী প্রিয়ভাষিণীকে রাজাকারদের লোলুপ দৃষ্টির শিকার হতে দেখিনি, কিন্তু শুনেছি একজন বাংলা মায়ের ভয়ার্ত আর্তনাদ "বাবারা, আমার মেয়ে ছোট, তোমরা একজন একজন করে আস।" আমি একতারা হাতে মানবতাবাদী বাংলার বাউল লালনকে দেখিনি, কিন্তু দেখেছি সেই রাজাকারদের দ্বারা বাংলার সংষ্কৃতি ও ঐতিহ্যের ধারক লালনের ভাষ্কর্য ভাঙতে। আমরা আর জাতির পতাকা খামচে ধরা সেই পুরোনো শকুনদের এই বাংলার মাটিতে দেখতে চাই না।
তাই আসো,
"এই দিনে মোরা আওয়াজ তুলি,
যুদ্ধাপরাধীদের বিচার চাই
এরা মোদের ঘরের শত্রু ,
এদের কোন ক্ষমা নাই"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।