আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ নিকের দখল নিতে আমিও সা.ইন করলাম প্র.আ ব্লগে

গভীর কিছু শেখার আছে ....

গত দুদিন ধরেই দেখছি সা.ইনের কয়েকজন ব্লগার অভিযোগ করছেন প্রথম আলো ব্লগে নাকি সা.ইনে তাদের নিকগুলো ইউজ করে ব্লগার হিসেবে নথিভুক্ত হয়েছেন কেউ কেউ। তাই আর দেরী করাটা অনুচিত হবে ভেবে সা.ইনে নথিভুক্ত করা পৈতৃক নিকটি আমিও প্র.আ.ব্লগে নথিভুক্ত করে ফেললাম। যদিও গত ক'দিনের নানা পোস্ট ও প্র.আ'র ব্লগের নীতিমালা পড়ে এটা অন্তত বোঝা গেছে যে, এখানে পৃথিবীর সব আইন সম্পর্কে অভিজ্ঞ হয়েই ব্লগিং করা যাবে, নতুবা নয়! বিশেষ বিবেচনায় গল্প/কবিতা হয়তো প্রকাশ হতে পারে, যদি তা মডারেটরের বিবেচনায় উত্তীর্ণ হয়! যা হোক, মাঠে না নামলে যেমন বিপক্ষ টিম কত সবল বোঝা যায় না, তেমনি প্র.আ.ব্লগের মডারেশন কতটা ঝামেলার তা এখনই বোঝা যাচ্ছে না। যদিও নীতিমালা পড়ে অনুমান করা যাচ্ছে ভয়াবহ অভিজ্ঞতা হয়তো সামনে অপেক্ষা করছে! তো দেখাই যাক, জল কতটা গড়ায়, ক্যামনে গড়ায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.