আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..
(প্রথম পর্বের পর থেকে।। প্রথম বক্তা নারী)[/sbপ্রথম পর্ব এখানে পাবেন
হু... “রসাল”! তোমার মত ঁহৎড়সধহঃরপ মানুষ এসবের কী বোঝে? এগুলো বুঝতে হলে সাহিত্য পড়তে হয়; তোমাকে সেই কবে “লীলাবতি”দিলামÑ তুমি বইটিই হারিয়ে ফেললে! কম্পিউটারে প্রোগ্রামিং করতে করতে তুমি নিজেই যে “ কম্পিউটার ” হয়ে যাচ্ছো বুঝতে পারো?
....তুমি আমার feelings কে এভাবে hurt করতে পারনা ; তোমার সঙ্গে আমি কোন ভাষায় কথা বলব তা কী ঐ বেটা জীবনানন্দ ঠিক করে দেবে; তাহলেতো দেখা যাচ্ছে “feelings” ও একপ্রকার “product”; কবি-সাহিত্যিকদের দোকান থেকে এগুলো কিনতে হবে!! ক্লাস শেষে তোমাকে প্রতিদিন বাসে তুলে দিয়ে আমি অপলক দৃষ্টিতে বাসের চলে যাওয়া দেখি _ আমার কেবলই মনে হয় বাস যতদ্রুত দৃষ্টির বাইরে চলে যাচ্ছে, তুমি যেন আরও দ্রুততর হয়ে আ্মার আমিতে ফিরে আসছ .... এই মনে হওয়া একান্তই আমার নিজস্ব ; ৬০-৭০ বছর আগে মারা যাওয়া কোন শ্মশ্র“মণ্ডিত কবির সাধ্য কি আমাকে তা ধার দেয়?
....আরে তুমি দেখছি intellectual হয়ে উঠছো! এত ভাবগম্ভীর কথা কেউ ফোনে বলে?..... তোমাদের হলে আজ improved ছিলনা?
ইমপ্র“ভের কথা শুনে আর একটি মজার ঘটনা মনে পড়ে গেল : ২দিন আগে আমার সিনিয়র রুমমেট হিটারে পানি গরম দিয়ে তাতে ১০মিনিট পর আমাকে কফি ঢালার কথা বলে বাথরুমে চলে যায়। তখন রাত প্রায়১২টা, আমার পায়চারি বেড়েই চলেছে ;এরপর তোমার ফোন আসতেই তাড়াহুড়ো করে কফি ঢেলে দৌড় দেই! কিন্তু পরদিন সকালে প্রকাশিত হল আমার প্রকৃত কীর্তি: আমি এতটাই মোহগ্রস্থ ছিলাম যে কফির বদলে নিজের হাতঘড়িটাই পানিতে সিদ্ধ করতে দিয়েছি! ব্যস, হলজুড়ে রটে গেল আমি নাকি কফির সঙ্গে ঘড়ি মিশিয়ে এক “improved diet ” আবিষ্কার করেছি!
(....হাসি) তোমার পাগলামী দেখলে লুলু পাগলও ভয়ে পালাবে_
আঁধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়........
চাঁদ হয়ে রব...আকাশের গাঁয় ; বাতায়ন খুলে দিও...
সেথা জোছনার ...আলোরও কণিকা.....জেনো সে তোমার .... প্রেমেরও মণিকা
কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে... প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে : আখিভরে নিরও প্রিয়...
................... .....
চৈত্রদিনের অলসও বেলায় ...যদি গানখানি মোর মনে পড়ে হায়...
ঝরানো পাতার মর্মরও গানে- সেই সুরভিকে শুনিয়ো---
চাঁদ হয়ে রব...আকাশের গাঁয় ; বাতায়ন খুলে দিও...// ........ কী , ঘুমিয়ে পড়লে ?
নাহ!...তোমার গান শুনলে ব্রিটনির সব গান hard-disk থেকে delete করে ফেলতে ইচ্ছে হয়! কিন্তু তুমি সবসময় নজরুল গীতি শোনাও কেন; এত দুর্বোধ্য ভাষার গান আমি ঠিক সেভাবে digest করতে পারিনাG যেমন , “বাতায়ন”শব্দটা আজই প্রথম শুনলাম!
দু:খটাতো আমার সেখানেই: হৃদয়ের চিঠি ভুল ঠিকানায় পোস্ট করেছি!...... mechanical 03 batch এর “রাজু” নামে কাউকে চেনো; বেচারা আমাকে নাকি খুব feel করছে আজকাল_ প্রতিদিন অন্তত তিন-চারবার ফোনতো করবেই!
(....দীর্ঘশ্বাস) ভালইতো; ঠিকানা সংশোধনের সুযোগ পেলে অবশেষে! আমাকে নিয়ে ভেবোনা; computer programing, math Olympiad করতে করতে তোমাকে হয়ত মনেই পড়বে না; শুধু আফসোস ...বিয়ে না করেই বিপত্মীক হয়ে গেলাম!
তুমি এত সিরিয়াস ভঙ্গিতে কিভাবে যে মজা কর ভেবে আবাক হই! হয়ত সেজন্যই তোমার মত অসম্পূর্ণ চরিত্রের একজন মানুষকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখি। ...... আচ্ছা , তোমার ফাস্র্ট-ইয়ারের এর সেই যুগান্তকারী ঘটনাটি মনে আছে? সেটা মনে পড়লে এখনও তোমার হাত ধরতে গেলে ভয়ে শরীর হিম হয়ে আসে!
... সেই দুর্ঘটনা কি ভোলা যায় , নাকি ভোলা উচিৎ?-আমাদের সম্পর্কের বয়স তখন মাত্র ১মাস; জীবনে প্রথমবারের মত তোমার হাত ধরার আনন্দে উদ্বেলিত হয়ে আমার মন নবযৌবনা ময়ূরের মত পেখম মেলে নাচছে.... কিন্তু হঠাৎ সিগারেটের নেশাটাই সব লেজে গোবরে বাধিয়ে দিল_ আমার হাতে ধরা তোমার সরু আঙুলটাকেই কেন জানিনা সিগারেট ভেবে আগুন ধরিয়ে দিলাম, আর তুমি আমায় পাগল ভেবে দিলে ভো-দৌড়! তারপর তোমার সেই ভয় ভাঙাতেই পুরো ফার্স্ট ইয়ার কেটে গেল !
.... তোমার সাথে স্বর্ণালীর ব্যাপারটা কী বলতো? ওকে দেখলেই তোমার মনে কেমন নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়; তোমাকে সাবধান করে দিচ্ছি: ওকে বেশি প্রশ্রয় দেবেনা!
ভাগ্যিস , নায়াগ্রার বদলে ভায়াগ্রা বলনি ; কারণ, ওটাতো শুধু তোমার জন্য...!!...স্বর্ণালী মেয়েটা math এ খুব দুর্বল, তাই একটু-আধটু সাহায্য করি; please don't take it otherwise!
..... তোমার “চারিত্রিক শুভ্রতা” নিয়ে আমার কণামাত্রও সন্দেহ নেই ; কিন্তু তোমার অতিরিক্ত সরলতাই আমার ভয়ের কারণ : কখন কোন্ foul মেয়ের trap এ ধরা পড়! তাইতো মেঘ হয়ে সর্বক্ষণ তোমাকে নীলিমার মত আবৃত রাখি, বলাকা হয়ে তোমার বুকে ভেসে বেড়াই!
বলাকা নয় ; আমি নিরাভরণ তোমায় আমার মাঝে ভাসিয়ে নিতে চাই Ñ মেঘবালিকা!....
তোমার ভাজ খোল, আনন্দ দেখাও-- করি প্রেমের তর্জমা//....
যে বাক্য অন্তরে ধরি... নাই দাড়ি তার,... নাই কমা... // _ অবোধ নারী, আমার সরলতাই আমার সবলতা; একে দুর্বলতা ভেবে ভুল করোনা; তুমি আছ বলেই আমি পরম নিশ্চিন্তে হাজারটা মেয়ের সঙ্গে মেশার ভরসা পাই, কারণ আমার ভরসার “moment of inertia”তো তোমারই X-Y axis বরাবর!এ জীবনে ১+১=১ হওয়ার সমীকরণ শুধু তোমাকেই শেখাবো; কী শিখবে তো?
yes sir, must i learn; but after 3 years !..... দেখতে কী innocent লাগে ; অথচ সেই মানুষের মুখে এত অশ্লীল কথা...কে বিশ্বাস করবে!
baby doll, তোমার সঙ্গে innocence বজায় রাখলে আমাদের baby যে কোনদিনই পৃথিবীর আলো দেখতে পাবেনা! তুমিই বল এমন দুষ্কর্ম করা কি আমার উচিৎ হবে?........ আজ রাতে কী খেলে?
এইত... আলুভর্তা- পাবদা মাছ ; মা’র পাবদা রান্না এককথায় অসাধারণ।... ...কিন্তু তোমার কণ্ঠ ঘুমে জড়িয়ে আসছে কেন?..... ফজরের আযান শোনা যাচ্ছে; আজ বরং এখানেই সমাপ্তি টানি_সকালে ক্লাস miss হয়ে যেতে পারে!
পৃথিবীর সব ঘুম তোমার মা-বাবার প্রহরায় ব্যস্ত ; আমার কাছে ঘেষার সাহস কই ওদের! ওইতো আকাশের রক্তিম আভা কেটে গিয়ে ভোরের সূর্য উঠছে ; আর সেই সূর্যের গোলার্ধে তোমার মুখটি বসানো... সেখানে হাত বাড়িয়ে কেবলই তোমাকে ধরতে ইচ্ছে করছে.......... ..
( ধপাস শব্দে কিছু একটা নিচে পড়ে গেল)
অমন শব্দে কী পড়ল?...... হ্যালো, নিউটন শুনতে পাচ্ছো?.... হ্যালো... হ্যালো... হ্যালো........
# নিউটন আপাতত পঙ্গু হাসপাতালে ভর্তি আছে; ছয়মাস full bed rest.তবে সেখানে বেশ আনন্দেই দিন কাটছে তার : মা নিজে তাকে card কিনে দেয় _ বিমর্ষ ছেলে একমাত্র ফোনে কথা বলার সময়ই প্রাণোচ্ছল হয়ে উঠে ; দু’ একটা কার্ড খরচ হলে হলইবা! এখন নিউটনের স্বপ্ন দেখার অফুরন্ত অবকাশ; স্বপ্নে ঘর -সংসারের গণ্ডি পেরিয়ে নিউটন নাতি-নাতনীকে কোলে তুলে আদর করে, বুড়ো-বুড়ি একত্রে দোলনায় দোলে, নাতি-নাতনীর বিয়ে দেয়.............নিউটনের যেন শতায়ু প্রাপ্তি ঘটেছে! কিন্তু নিউটন কি জানে তার স্বপ্নের পিরামিড নীলনদে প্লাবিত হতে চলেছে.....
?গুঞ্জন শোনা যায় নিউটনের সেই “ধ্রুবতারা” ইদানীং জনৈক “রাজু” সাহেবের রাতের আকাশ আলোকিত করে নিউটনের দিনের আকাশকে রৌদ্রকজ্জ্বল রাখে...! “double sim ” এর যুগে হৃদয়ও যদি “দ্বৈত হৃদয়” সন্ধান করে সেটি কি খুব অন্যায্য চাওয়া হবে? মোবাইল কোম্পানীগুলোর এই মুলো ঝুলানো free সুবিধার ক্ষত হিসেবে সাদা-দৃষ্টিতে হয়ত দেশীয় মুনাফার বিদেশে পাচার হওয়াটাই প্রাধান্য পায়, কিন্তু এই মুলোর পিছনে ছুটতে গিয়ে যে আমাদের অসংখ্য “ছায়া নিউটনের” প্রতিনিয়ত প্রতিভাস্খলন ঘটছে সেই “অপচ্ছায়া” কি রয়ে যাবে দৃষ্টির অন্তরালে? ....... excuse me , আমার একটা জরুরী ফোন এসেছে ; তাই নিউটনের গল্প শোনানো আপাতত স্থগিত রাখতে হচ্ছে! (পাঠক, ধৈর্যচ্যুত হবেননা; i will be back within 5 to 6 hours!!!)
*সমালোচনা করার ব্যাপারে আমরা যদি হই আয়াতউল্লাহ খোমেনি, সমালোচিত হওয়ার ক্ষেত্রে তবে নিঃসন্দেহে জর্জ ডব্লিউ বুশ! কোন বিক্রিয়ার পশ্চাৎবেগ যদি সম্মুখবেগের তুলনায় প্রবল হয়, পশ্চাদমুখীতা সে বিক্রিয়ার সহজাত লক্ষ্য। তাই মধ্যাকর্ষণ শক্তি নয়; ফোনের বিভিন্ন পলিফোনিক রিংটোনই আমাদের প্রতিভাধর “ছায়া নিউটনদের” আগামীর ভবিতব্য!!!(the end)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।