আমাদের কথা খুঁজে নিন

   

স্তন


বাতাসের ঐ সামান্য ওড়নায় কেন ঢেকে রাখো তোমার সারস স্তন জোড়া সূর্যকে কখনো করতে দেখিনি তা তার স্তন থেকে রোদের দুধ গড়িয়ে পরে সাগরে ও অরন্যোর কোলে সবুজ শিশুর ঠোটে স্তন্যপায়ী গ্রহ ও নীল তিমি শাবকের চোখে চোখে ঘোরে তার মধু-প্লাবিত ছায়া। তবে কেন এই দহনের অন্তর্বাস! সৌন্দর্যের থাকেনা কখনো রাখঢাক,আড়াল-আবডাল লজ্জার নেকাবে মুখ লুকিয়ে আত্নঘৃণায় নিজেকে করেনা নিঃশেষ। আকাশে আধারের ক্লীবত্ব ভেংগে- যে নক্ষত্র ছুড়ে দেয় উজ্জল জ্যোতি আমরা এই ভূদৃশ্যবাসীরা জানিনি কি সেই মহিমা আর ফিরিয়ে দেইনি কি সেই গৌরব? তুমি ঢেকে রাখো বলেই চীনের প্রাচীরের আধার-জংঘার সোপান বেয়ে নামে মনোবৈকল্যোর কালসাপ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।