আমাদের কথা খুঁজে নিন

   

একখান সরবাত এর রেসেপি ( রি- পোস্ট, ্যদিও অজানা কারনে এই পোস্ট কেও দেখতে পারে নাই)



উপকরণ : করল্লা ১২০ গ্রাম, পানি ২৬০ মিলিলিটার, টমেটো জুস ২০ মিলিলিটার, চিনি পাঁচ চা চামচ, বরফ চার টুকরো, বিট লবণ পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া ও জাফরানি পরিমাণমতো। প্রণালী : ওপরের সব উপকরণ মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন এবং একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন। এখন এই শরবত সুদৃশ্য গ্লাসে সুন্দর করে পরিবেশন করুন। এই সরবাত এর রেসেপি পিয়া আফার লাইগা ভাই ও বোন এরা আমারে দয়া কইরা মাইনাছ দিয়েন না। এমনিই অনেক কস্টে আছি। আফা এখনো আমারে ব্লক কইরা রাখছে ছবি আপ করতে পারলাম না বলে দুঃখিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।