সাধারণ মানুষ
ধরুন এমন যদি হয় আপনার আবহাওয়ার খবর জানার জন্য আর রেডিও টিভি শোনা বা পেপার পড়তে হবে না। আপনি বাসায় বসেই আবহাওয়া সম্পর্কে সব তথ্য জানতে পারবেন একটি সহজ যন্ত্র ব্যবহার করেই।
যন্ত্রটির দাম খুবই কম, আর এটা আপনি নিজেই বানাতে পারবেন।
এর জন্য আপনার দরকার:
১ মাঝারি সাইজেরএকটা পাথর (ঠিকই দেখছেন, আপনার চোখ ঠিকই আছে),
২ সুতা (বিড়াল মার্কা বা হাতুড়ি মার্কা হলে ভাল),
৩ ড্রিল মেশিন,
৪ ড্রিল মেশিন না থাকলে সুপার গ্লু,
পদ্ধতি:
ড্রিল মেশিন থাকলে পাথরে একটা ফুটা করুন। তারপর তার সাথে একটা সুতা গিট্টু মারুন।
ড্রিল মেশিন না থাকলে সুপার গ্লু দিয়ে পাথরের সাথে সুতা আটকে নিন। তারপর ঝুলিয়ে দিন বাড়ির পাশের খোলা জায়গায়। ব্যস, আপনার যন্ত্র তৈরি হয়ে গেছে
ব্যবহার প্রণালী:
পাথরের অবস্থা দেখ আপনি আবহাওয়া সম্পর্কে পানির মত পরিষ্কার ধারণা পাবেন।
* যদি দেখেন পাথরটা ভেজা -----> বৃষ্টি হয়েছিল বা হচ্ছে বা হবে।
* যদি দেখেন পাথরটা শুকনা -----> বৃষ্টি হয়ে নাই।
* যদি দেখেন পাথরটার ছায়া পড়েছে -----> রোদ আছে।
* যদি দেখেন পাথরটা সাদা -----> তুষারপাত হচ্ছে।
* যদি দেখেন পাথরটা দেখা যাচ্ছে না() -----> কুয়াশা পড়েছে।
* যদি দেখেন পাথরটা ডানে বায়ে দোল খাচ্ছে -----> বাতাস বইছে।
* যদি দেখেন পাথরটা উপরে নিচে লাফাচ্ছে -----> ভুমিকম্প হচ্ছে দৌড় দেন।
* যদি দেখেন পাথরটা নাই -----> ঘূর্ণিঝড় হয়েছিল। (অথবা কোন দু্ষ্ট বালক পাথরটা নিয়া গেছে)
এলাকাবাসীর জন্য এরকম সাইনবোর্ডও লাগাতে পারেন:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।