আমাদের কথা খুঁজে নিন

   

অেনক িদন পর

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন

অাবার অেনক িদন অাবার িলখলাম। েবশ পছেন্দর ব্লগ। একিট শহেরর েমেয়। নাম তার িমিষ্ট। তার বাবা অেনক রাগী।

তারপর একিদন িমিষ্ট তার বাবােক একিট অেনক িদেনর মেন জমােনা একিট কথা বলার জন্য সামেন দাড়ােলা। িকন্তু তার মেনর কথা েবর হেচ্ছনা । কী সর্বনাশাশ। তাহেল তার কথা , তার ভােলা লাগার কথা বলা হেব না। িকছু িদন পর।

িমিষ্ট তার মার সােথ তার মেনর কথা গুেলা েশয়ার করেব বেল তার কােছ িগেয় বসেলা। কথার ফঁােক তােক বঝােব তার ভােলা লাগা েস কথা গুেলা। মা বুেঝ না েবাঝার অিভনয় কের েগেছ। িমিষ্টর কথা অার বলার সাহস েপেলা না। িমিষ্ট রােত অেনক েচােখর জল েফলােলা।

কঁাদেলা। িকনতু তার েসই অবলা কথা তার মেনই েথেক েগেলা। ভােলাবাসার েছঁায়া তার মন েথেক েবরুেলা না। িমিষ্ট অাজ অার কথাগুেলা কােরা সােথ েশয়ার করেত চায় না। একাকী বেস থােক।

মােঝ মােঝ কার্টুন ছিব েদেখ সময় কাটায়। অাবার মােঝ মােঝ চঁােদর অােলাােত িগেয় বেস থােক। এভােব তার জীবেনর সময়গুেলা কাটেত থােক। তার পর ------------ -------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।