ধূলির আস্তর লেগে বিবর্ণ হয়ে আছে
যেমন পুরোনো বই আর আসবাব থাকে।
নিরুদক সালফিউরিক এসিড
অথবা পানির স্পর্শে
আগুন যেমন নিস্তেজ হয়ে যায়
তেমনই ভিতরে জ্বলে উঠবার
উচ্ছাস স্থিমিত হয়ে যাচ্ছে ।
ওরা বেকার
কাজ নেই অফিসে কাজ নেই কারখানায় খনিতে
জীবনের গতি পথ থেকে ছিটকে পড়ে যাচ্ছে
ধীরে ধীরে
আত্নবিশ্বাস আর জীবনীশক্তি হীন হয়ে
নিজেকে সপে দিচ্ছি ব্যার্থতার কাছে
ভয় আর লজ্জায় পালিয়ে বেড়াচ্ছে
জীবনের কাছ থেকে
খোঁজছে অন্ধকারে গহীন কোন কোণ।
তাইতো ওরা আজ মাদকাসক্ত
মাদকই তাদের ব্যার্থতার জ্বালায়
ঢেলে দেওয়া এক গামলা জল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।