রঙ্গিলা বন্ধুরে....... i_mahmud2008@yahoo.com
মৌলভীবাজারের পর্যটন শিল্প’র উন্নয়নে বেসরকারি পদক্ষেপ
উদ্বোধনের অপেক্ষায় পাঁচ তারকা হোটেল
ও লাক্সারী রিসোর্ট সেন্টার[/sb
ইসমাইল মাহমুদ
পর্যটকদের জন্য স্বর্গোদ্যান মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে একটি পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট সেন্টার নির্মিত হচ্ছে। সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে বেসরকারি উদ্যোগে নির্মিতব্য এ হোটেল ও রিসোর্ট সেন্টারটি ২০১০ সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে উদ্বোধন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রবাসী বাংলাদেশীদের সিলেট ও আশপাশের এলাকা ভ্রমণ করানোর লক্ষ্য নিয়ে একটি দেশিয় কোম্পানী শ্রীমঙ্গলের রাধানগর (পিচের মুখ) এলাকায় প্রায় ৪৫ বিঘা জমির ওপর দেশের প্রথম পাঁচ তারকা হোটেল নির্মানের কাজ শুরু করেছে। দ্রুত গতিতে চলছে ভবন নির্মাণ কাজ। এ পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট সেন্টারটির নাম দেয়া হয়েছে “গ্রান্ড সুলতান টি রিসোর্ট ও গল্ফ”।
কর্তৃপক্ষ জানিয়েছে, টি রিসোর্টটিতে ১টি প্রেসিডেন্টসিয়্যাল স্যুট, ২০টি স্যুটসহ ১৬৭টি কক্ষ থাকবে। প্রাথমিকভাবে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১শ’ কোটি টাকা।
বাংলাদেশ পর্যটন ও রিসোর্ট-এর চেয়ারম্যান খাজা টিপু সুলতান সাপ্তাহিক ২০০০-কে বলেন, সারা বছর অনেক প্রবাসী বিশেষ করে দ্বিতঅয় ও তৃতীয় প্রজন্মের প্রবাসীরা এদেশ ভ্রমণ করতে আসেন এবং তাদের কাছে অনেক ‘ফরেন কারেন্সি’ আছে। প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে একটু স্বস্থির জন্য তারা এদেশে আসলেও তাদের সামান্য বিলাসিতার জন্য এখানে কোন বিশ্বমানের সুযোগ-সুবিধা নেই। এ বিষয়টি মাথায় রেখেই “গ্রান্ড সুলতান টি রিসোর্ট ও গল্ফ”-এর যাত্রা শুরু করার পদক্ষেপ চালানো হচ্ছে।
তিনি জানান, এই পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট সেন্টারটিতে সব ধরনের সুখ-স্বাচ্ছন্দ, বিলাসীতার ব্যবস্থা করা হবে। এছাড়া কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে। রিসোর্টের ভাড়া সম্পর্কে খাজা টিপু সুলতান জানান, বিশ্বমানের প্রতিষ্ঠিত হোটেলের ভাড়া অনুসরন করে এ রিসোর্টের ভাড়া নির্ধারণ করা হবে। এ রিসোর্টের প্রাঙ্গনে গলফ খেলার স্থান থাকবে। প্রতি বছর আর্ন্তজাতিক গলফ টুর্ণামেন্টের আয়োজন করা হবে।
তিনি আরো বলেন, সরকার ইচ্ছে করলে এখানে সার্ক শীর্ষ সম্মেলনের মতো বিভিন্ন আর্ন্তজাতিক সম্মেলন আয়োজন করতে পারবেন। তাঁর মতে, পর্যটন শিল্পে এ বিশাল বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ তবুও এ দেশের পর্যটন শিল্পের বিকাশে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ২০১০ সালের শেষ দিকে এটি উদ্বোধন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাপ্তাহিক ২০০০-এর সাথে আলাপকালে প্রখ্যাত প্রাণী ও পরিবেশ সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেব জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমনে আসা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করবে এ রিসোর্ট সেন্টারটি। বিশেষ করে বিভিন্ন উদ্ভিদকুল, প্রাণীকুল, উভচর, সরিসৃপ, পাখি ও বিভিন্ন স্তণ্যপায়ী জীব সমৃদ্ধ লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু হলেও এ এলাকায় পর্যটকদের জন্য বিশ্বমানের কোন আবাসন ব্যবস্থা নেই।
পাঁচ তারকা হোটেল ও রিসোর্টটি নির্মিত হলে এ অঞ্চলে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
ছবি : নির্মাণাধীন পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট
ইসমাইল মাহমুদ
মৌলভীবাজার
০১১৯৬১২৮৫১৩
০১৭১৫১৭১৯৫০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।