আমাদের কথা খুঁজে নিন

   

আদম ব্যবসা



প্রতি বছর আমাদের দেশ থেকে প্রচুর ভাগ্যতারিত লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে ভাগ্য ফেরাতে আসেন। কেউ কেউ সফল হন আর বেশীর ভাগ লোকই আবার স্বপ্ন ভাঙ্গার বেদনায় ডুবে যান। অথচ আমাদের পাশের দেশ গুলো থেকে প্রচুর লোকজন বিদেশ আসছেন এবং টাকাও কামাচ্ছেন। কিন্তু কি ভাবে? বিদেশী শ্রম নির্ভর দেশ গুলি দক্ষ ও অদক্ষ দুই ধরনের শ্রমিকদের কাজ দিয়ে থাকে। যেখানে দক্ষ শ্রমিকরা অদক্ষদের তুলনায় বেশী পারিশ্রমিক পেয়ে থাকেন যা খুবই স্বাভাবিক।

কিন্তু আমাদের দেশে কি হয়? আমাদের দেশ থেকে বেশীরভাগ অদক্ষ শ্রমিকরা বিদেশ এ আসেন ভাগ্য ফেরাতে কিন্তু ভাগ্য আর ফিরে না। কারন: ১. চমকদার বিজ্ঞাপনের ফাদে পরে বিদেশ আসেন আর সত্যির মুখোমুখি হন। ২. অদক্ষতা, ৩. ভাষা জ্ঞান, আমি একটি উদাহরন দেই, আমাদের এলাকার এক মুদি দোকানের মালিকের ছেলে এখন সিঙ্গাপুর এ কাজ করে এবং মাসে প্রায় ৪০ হাজার টাকা আয় করে। সে যা করেছিল তা হলো সিঙ্গাপুর যাওয়ার আগে পাইপ ফিটিং এর উপর ৪ মাসের একটি ট্রেড কোর্স করে এবং ঐ ধরনের একটি কাজ নিয়ে যায়। পাশাপাশি তো আমরা হরহামেশাই দেখি মালয়শিয়, সিঙ্গাপুর এ লোকজন কি কষ্টে দিন পার করছেন।

যতদুর আমি শুনেছি, পাকিস্তান সরকারেরও একটি আইন আছে বিদেশে শ্রমিক পাঠানোর জন্য। সেখানে নুন্যতম বেতন নির্ধারন করা আছে তার নিচে কেউ ঐ কোম্পানীতে চাকুরী নিয়ে যেতে পারেন না। আমার এই লেখার কারন আদম ব্যবসায়ী সম্পর্কে সতর্ক করন ও না। আমি শুধু বলতে চাচ্ছি বিদেশ যাওয়ার আগে ঐদেশের উপযোগী কোন কাজ শিখে খোজ নিয়ে যাওয়া উচিত। তাহলে আর কেউ হয়ত দূর্বিসহ জীবন যাপন করবেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।