আমাদের কথা খুঁজে নিন

   

কুকুর বললে ভুল হবে হায়েনা ..................

উদাস মন কোন দেশে আছিরে কোন কিছুর বিচার নাই । একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে । কেউ নাই বিচারের । এমন অবস্তা যেন প্রতিযোগিতায় নেমেছে ধর্ষণের । আর প্রশাসনের কাজ হয়েছে চোখ বন্ধ করে সব দেখা ।

কোন কিছুই নাই তাদের করার । তারা কি করবে পারলে তারাও নামবে এ প্রতিযোগিতাই । এখন মনে হয় মেয়ে হয়ে জন্ম নেয়াটাই অভিশাপ । ঘরের বাইরে গেলেই শুরু মায়ের চিন্তা , বাবার উদ্বিগ্নতা , ভাইয়ের ঘন ঘন খোঁজ নেয়া । কখন কি ঘটে ।

নিরাপদ নই কোথাও । যখন ছোট ছিলাম তখন রাস্তার কুকুর গুলোকে অনেক ভয় পেতাম । যদি কামড় দেয় । কিন্তু এখন আর সেই কুকুর গুলোকে ভয় পাই না ,এখন ভয় হয় মানুষ নামক কুকুর না কুকুর বললে ভুল হবে হায়েনা গুলোকে । কখন কোন দিক দিয়ে কামড় দেয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.