আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ দৃশ্যমান ধূমকেতু সোয়ান



রাতের আকাশে হঠাৎ দৃশ্যমান হয়েছে সবুজ ধূমকেত -সোয়ান। খবর ২৪ শে অক্টোবর ২০০৬. ধূমকেতু সোয়ানের মনোহরণকারি এ ছবিটি তুলেছেন পিট লরেন্স ২০০৬ এর ২৪ তারিখে ওয়েস্ট সাসেক্স ইউ.কে. থেকে। ওনার ভাষ্যমতে, ‘ধূমকেতু সোয়ান আরো উজ্জ্বলতর হয়ে ৪.৫ ম্যাগনেটিউড সম্পন্ন হয়েছে। খালি চোখে দেখবার মতন অবস্থায় রয়েছে। ' Click This Link দ্বিতীয় ছবিটি ধারণ করেছেন Christoph Rollwagen ব্র্যান্ডেনবার্গ জার্মানি থেকে ২৫ শে অক্টোবর ২০০৬ এ।

তার ভাষ্যমতে ‘প্রথমবারেই ধূমকেতুটি দেখা যাচ্ছে । হঠাৎ করেই যেন জ্বলে উঠেছে রাতের আকাশে। ’ Click This Link সৌরমন্ডল গঠিত হবার পর পড়ে থাকা জমাটকৃত গ্যাস পিন্ডগুলো হলো ধূমকেতু। সূর্যকে প্রদক্ষিণ করলেও ওদের কক্ষপথ বিস্তৃত নেপচুন ছাড়িয়ে বহুদূর পর্যন্ত। সূর্যের কাছাকাছি এলেই এই জমাটবদ্ধ ধূলিকণা গলতে শুরু করে।

তখন সূর্যরশ্মি প্রতিফলিত হয় এমন রূপে যে লম্বাকার পুচ্ছ আর গোলাকার মাথা বিশিষ্ট দূরন্ত গতিতে ছুটে চলা ধূমকেতু উজ্জ্বল হয়ে দেখা দেয়। সোয়ান আবিষ্কৃত হয় ২০০৫ এ। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হয়েছিল ২৪ শে অক্টোবর ২০০৬ এ। কেউ জানে না আমাদের রাতের আকাশে আবার কবে ফিরে আসবে সে। সূত্রঃ space.com


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।