সব ক'টা জানালা খুলে দাওনা...
ভারত এখন বিশ্বের হবু সুপার পাওয়ার।
রাজা (আমেরিকা) গো লগে এখন তার নিত্য দিনের ওঠাবসা।
ভারতের মিডিয়া সিনেমা, নাটকের মাধ্যমে "মহান ভারত"-এই ডায়লগ আউড়ে যাচ্ছে প্রতিনিয়ত।
অথচ সম্প্রতি অরুন্ধতি রায়ের লেখায় ফুটে উঠেছে ভারতের আসল রুপ, যা কদাকার।
একটা সিনেমার শুরুটা কল্পনা করুন,
যেখানে কোনো একটা চরিত্র নামাজ পড়ছে...বা এই রকম কোনো কিছু যেটা তে ইসলামী চেতনা ফুটে ওঠে...অনেকের ই ভুরু কুচকে উঠবে...নে বাবা...এ আবার কি?
কিন্তু ভারতে হাজার হাজার সিনেমার শুরুতে তাদের দেব দেবীর পূজার ছবি দেখিয়ে শুরু করা হচ্ছে...কারো কোনো ভ্রুকুটি নেই...যেন এটাই স্বাভাবিক..
শুধু শুরুতেই না...ছবির ভেতরেও থাকে কম বেশি তাদের ধর্মীয় ভজন...
কিন্তু আমরা এখন এরকম একটা ছবির কথা চিন্তা করতে পারিনা যেখানে ইসলমী চেতনাকে তুলে ধরা হচ্ছে...তা হয়ে যায় মৌলবাদ।
ইরাকে সাদ্দাম অনেক কুর্দী হত্যা করেছিল...এটা সবাই জানে...
কিন্তু ভারতের গুজরাট, কাশ্মীর সহ অসংখ্য রাজ্যে মুসলমানদের যে নির্বিচারে হত্যা করা হয়েছে তা কি ঠিক ভাবে এসেছে মিডিয়াতে...কজন জানে লোলিত মোদীর নাম?
বিজেপির চরম মৌলবাদ কে মৌলবাদ হিসেবে দেখানোই হয়নি।
কে দেখাবে? তাদের মিডিয়া ক্রিকেট আর স্বল্পবসনা নারীদের দিয়ে করানো হাস্যকর সব সিনেমা(? না ভাড়ামো?) দেখানতেই অধিক মনোযোগী...
করুক তারা যা খুশী...
আমার বক্তব্য হলো তারা যদি তাদের হিন্দুত্ব প্রকাশে পিছপা না হয়, এবং এতে যদি তাদের মৌলবাদী বলা না হয়...তবে একজন মুসলমান কেন ধর্মকর্ম করলে তাকে মৌলবাদী বলা হবে?
কথা হল আমাদের দেশের বেশিরভাগ মুসলমান নিযেদের মুসলমান দাবী করলেও ইসলামী অনেক রীতিনীতিকে থোড়াই কেয়ার করে চলে। যারা পালন করে তাদের দেখে আড় চোখে।
আমাদের মধ্যে রয়েছে আসল ইসলাম সম্পর্কে অনেক অনেক ভ্রান্ত ধারণা, আমরা কুরান হাদীসের অনেক কথা শুনে যাচাই করার চেষ্টা করি যে তা যৌক্তিক কিনা, কিন্তু আল্লাহ তো বলেই দিয়েছেন "নিশ্চয় আমি যা জানি, তোমরা তা জান না"।
আমাদের কালচার(বানান বিভ্রাটের ভয়ে ইংরেজীতে লিখলাম) নিত্যদিন দূষিত হচ্ছে ভারতের আগ্রাসী থাবায়।
ভাষা নিয়ে কত গর্ব আমাদের, অথচ হিন্দী গানে সয়লাব সারা দেশ।
আমাদের মা বোনেরা এখন রান্নার অনুষ্ঠান দেখার চেয়ে হিন্দী সিরিয়াল(উৎকট রুচীর) দেখতেই বেশি উৎসাহী...
আমরা কি এভাবেই দিন দিন হারিয়ে ফেলব আমাদের রুচী, ভাষা, কালচার আর ধর্ম?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।