আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারী বটেশ্বরের প্রত্ন সম্পদ

Woods are lovely dark and deep And I have a promise to keep

নরসিংদী শহর পেরিয়ে ঢাকা সিলেট মহা সড়কের পশ্চিম পাশে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে বেলাব নামক একটি এলাকায় পৌছানোর পর বিস্মিত হয়ে পড়লাম। এখানে একটি বাড়ীতে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্ন সংগ্রহশালা ও গ্রন্হাগার। মাটির ঘরে অবস্হিত এই প্রত্ন সংগ্রহশালাটির প্রতিষ্ঠাতা মরহুম হানিফ পাঠান। বর্তমানে এটি রক্ষনাবেক্ষন করেছেন তাঁরই পুত্র জনাব হাবিব-উল্ল্যা পাঠান। এখানে রক্ষিত আছে বাংলাদেশের খ্রীষ্ট-পূর্ব সময়ের মুল্যবান কিছু প্রত্ন সম্পদ।

যা উক্ত এলাকা থেকে সংগৃহীত হয়েছে। কিছুদিন আগে "প্রথম আলো' পত্রিকার" ছুটির দিনে"তে পড়েছিলাম "ওয়ারী বটেশ্বরের প্রত্ন সম্পদের ব্যাপারে। তখন বেশ বিস্ময়কর মনে হয়েছিল বিষয়টি। একটি উপলক্ষে এবার স্ব-চক্ষে প্রত্যক্ষ করলাম সেই প্রত্ন সংগ্রহশালাটি। এখানে রক্ষিত প্রত্ন সংগ্রহ গুলো থেকে প্রতিয়মান হয়,বাঙ্গালী সভ্যতা মুলতঃ খ্রীষ্ট-পূর্ব সময় থেকেই বেশ উৎকর্যতা লাভ করেছিল।

ওয়ারী বটেশ্বরের প্রত্ন সম্পদ নিয়ে সঠিক গবেষনা হলে উন্মোচিত হবে এদেশের হাজার হাজার বছর আগেকার সভ্যতার গৌরবময় ইতিহাস। ওয়ারী বটেশ্বরের প্রত্ন সম্পদ বিষয়ে নিম্নোক্ত ব্লগ সাইটটিতে আরেকটু বিস্তারত তথ্য পাওয়া যাবে। http://rawshanabad.blogspot.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।