আমাদের কথা খুঁজে নিন

   

জাতিসংঘে কাজ করার একটি সূবর্ন সুযোগ !!!!!

বৃষ্টিতে হাঁটতে ভাল লাগে আমার কারন কেউ দেখেনা দুচোখের জল ধুয়ে যায় বৃষ্টিধারায়
সম্প্রতি জাতিসংঘের ওয়েবসাইটে বাংলাদেশ সহ বেশকটি দেশের জন্য পি-২ গ্রেডের জন্য রিক্রুটমেন্টের আবেদন অনলাইনে নেয়া হচ্ছে । এবং এর সময়সীমা ৩১শে অক্টোবর পর্যন্ত । এখানে উল্লেখ্য যে জাতিসংঘে পি২ ,পি৩ এবং পি৪ এই গ্রেডগুলো বিদ্যমান। তারমধ্য পি২ তে রিক্রুটমেন্টের পর যখন সেই কর্মীর কাজ গ্রহনযোগ্যতা পায় তখন সে ধারাবাহিকভাবে পরীক্ষা দিয়ে পরবর্তী ধাপগুলোতে পদোন্নতি নিয়ে এগিয়ে যায় । বাংলাদেশের জন্য নিম্মলিখিত বিষয়গুলোতে লোক নেয়া হবে ১।

প্রশাসন ২। অর্থনীতি ৩। ফিন্যান্স ৪। ইনফোরমেশন টেকনোলজী ৫। পাবলিক ইনফোরমেশন ৬।

সিকিউরিটি ৭। সোশ্যাল এফেয়ার্স ৮। পরিসংখ্যান এবং প্রার্থীকে নিম্ম লিখিত যোগ্যতা থাকলেই শুধুমাত্র সে এই পি২ তে আবেদন করতে পারবে। যোগ্যতা ১। ইংরেজী বা ফেন্চ ভাষায় অনর্গল কথা বলা এবং লেখার পারদর্শীতা ২।

এবং প্রার্থীর বয়সসীমা হতে হবে ৩১ শে ডিসেম্বর ২০০৯ এ ৩২ এর বেশী নয়। ৩। যদি কোন বিষয়ে আবেদন সংখ্যা বেশী হয় সেক্ষেত্রে বোর্ড যোগ্যতার উপর বিচার করে মেইলের মাধ্যমে পরীক্ষার জন্য বাছাইকৃত প্রার্থীদের জানিয়ে দিবে। ৪। প্রার্থীর কমপক্ষে একটি ফার্স্ট লেভেল ইউনিভার্সিটি ডিগ্রি (ব্যাচলর) থাকতে হবে ১ বছর ইউএনে কাজ করার নিরিখে বলতে পারি ।

যদিও এই কাজে যথেষ্ঠ বিপদের ঝুঁকি কখনো কখনো থাকে । তবে একই সাথে নিউইয়র্কের হেড অফিসের মত আন্তজার্তিক পরিমন্ডলে কাজ করার সুযোগও মেলে। ইউ এন এ আমি দেখেছি প্রচুর পরিমান ভারতীয় এবং পাকিস্তানীদের আইটি সেক্টরে কাজ করতে ,এবং এক্ষেত্রে বাংলাদেশী রা এখন কোন অংশে কম নয়। সুযোগ পেলে আমাদের দেশের অনেক ছেলেমেয়েরা একাজে তাদের যোগ্যতার প্রমান দিতে সক্ষম। আর ইউএনের চাকরীর সবচেয়ে লোভনীয় দিকটি হচ্ছে এর বেতন এবং অন্যান্য সুবিধাদি।

যাই হোক খবরটি জেনে আপনাদের জানাতে ওয়েবে দিয়ে দিলাম যারা আগ্রহী তারা খোঁজ নিয়ে অতি শীঘ্রই আবেদন করুন কারন ৩১ শে অক্টোবর হচ্ছে শেষ সময়সীমা। আর অন্যদের জানাতেও ভুলবেননা । এই আবেদনে যারা পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে পরীক্ষা দিয়ে মনোনীত হবেন তারা নিম্নের ইউ এন অফিসে নিয়োগ পেতে পারেন আদ্দিস আবাবা,বৈরুত,ব্যান্কক,জেনেভা মেক্সিকো,নাইরোবি,নিউইয়র্ক,সান্তিয়াগো এবং ভিয়েনা বিস্তারিত জানতে নিচের লিন্কে ক্লিক করুন Click This Link http://www.un.org/depts/OHRM/examin/2009e.pdf
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.