আমাদের কথা খুঁজে নিন

   

ইফতার পার্টির ডেসটিনি২০০০০০০লিমিটেড@

আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

এই লেখাটির প্রেক্ষাপট রচিত হয়েছে এবার ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাওয়ার পর। আমার এক স্কুলজীবনের সহপাঠী যে কিনা পরবর্তীতে এইচ,এস,সি পর্যায়েই পড়াশোনার ইস্তফা দিয়েছে এবং হাল আমলের সক্রিয় এনজিও কর্মী আমারই অন্য এক সহপাঠী(ফরিদপুর মেডিকেল কলেজের ভবিষ্যৎ প্রফেসর)আসিফকে ইফতার মাহফিলে নিমন্ত্রণ জানায় এবং আমি বিনা নিমন্ত্রণেই আসিফের সঙ্গী হই মূলত রসনাবিলাসের আশায়। আমরা নির্ধারিত সময়ের প্রায় ২ঘন্টা আগে সেই সহপাঠীর অফিসে উপস্থিত হই, কারণ আমাদের জানানো হয়েছিল যে বিকেল ৪টায় অফিসের প্রধান ফটক বন্ধ করে দেয়া হবে। যাইহোক, আমি সময়ের অপচয়ে কখনই কার্পণ্য করিনা,তবুও জীবনে এই প্রথম ২ঘণ্টা সময় অপচয়ের জন্য ভীষণ আফসোস হচ্ছে। অফিসে পৌছার সঙ্গে সঙ্গেই অনুধাবন করলাম মারাত্মক ভুল করে ফেলেছি কোথাও।

ওদের সেমিনার রুমে ঢুকে আরও লজ্জায় পড়ার উপক্রম হল। স্কুল এবং দেবেন্দ্র কলেজ পড়ুয়া ছাত্ররা সবাই হাতে ফাইল নিয়ে বসে আছে, তাদের পোশাকও রীতিমত অফিসিয়াল: গলায় টাই, ফুলহাতা শার্ট..একেবারে কর্পোরেট হাউসের চাকুরীজীবী মনে হচ্ছে ওদের। কিছুক্ষণ পর পুরো ব্যাপারটি আমার কাছে পরিষ্কার হল_ এরা সবাই ডেসটিনি২০০০লিমিটেডের সক্রিয় কর্মী, এবং আজকের এই ইফতার পার্টিও ডেসটিনির আয়োজন। সেখানে দেখলাম আমার পাশের বাড়ির হা-মীমও উপস্থিত হয়েছে; ডেসটিনির অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর দায়িত্ব বর্তেছে ওর উপর। ২০০৩ সালে যখন ssc পাশ করে ঢাকা চলে আসি এই ছেলেটি সবেমাত্র পঞ্চম শ্রেণী পাশ করেছে।

যাইহোক, আমাকে দেখে এগিয়ে আসে ও আমার দিকে। ডেসটিনির সঙ্গে ওর সম্পৃক্ততা সম্পর্কে জানতে চাইলে ও জবাব দিল- আর বলবেননা হিমেল ভাই, ডেসটিনি আমার জীবনটাই বদলে দিয়েছে। আমি এখন অনেক সুখী। " কথা প্রসঙ্গে ওরssc রেজাল্ট জিজ্ঞেস করলাম, ব্যস সুখী মানুষ আমাকে পাশ কাটিয়ে চলে গেল ব্যস্ততার অজুহাত দেখিয়ে। অনুষ্ঠানের শুরুতেই ডেসটিনির এক কর্মকর্তার power-point presentation. ডেসটিনির উদ্দেশ্য,কর্মকাণ্ড, মাহাত্ম্য প্রভৃতি মিলিয়ে প্রায় ৫০টির মত স্লাইড এবং তার বক্তব্যের শেষ কথা এরকম - আজকের এই অনুষ্ঠানটি আপনার জীবনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেবে এবং এখান থেকে ফেরার সময় আপনারা প্রত্যেকে সৌভাগ্যের সন্ধান নিয়ে যাবেন নিশ্চিত।

...আমি ওই বাকপটু লোকের বাগাড়ম্বড়তায় বেরিয়ে আসতে চাইলেও আসিফ তার ৫ফুট ১১ইঞ্চি+১১৮ কেজি ওজনের দেহ নিয়ে অনড় বসে রইল, কারণ ও নাকি এ ভণ্ডামীর শেষ দেখতে চায়...পুরো অনুষ্ঠান দেখার পর আমি অবশ্য ওকে ধন্যবাদ দিয়েছি। অনুষ্ঠানের প্রধান চমক(বুয়েটের চমক ভাই নন) শুরু হল ওই ব্যক্তির power-point presentation সমাপ্ত হলে যখন আমি ভীষণভাবে আলোড়িত হলাম একজন ভযানক মেধাবী মানুষের বক্তব্য দেয়ার কথা শুনে। উপস্থাপক তাকে উপস্থাপন করেন এভাবে_ যার বাসায় প্লেনের টিকেট পাঠিয়ে দেয়া হয়, যার কথা শোনার জন্য মানুষ টিকেট কেটে অনুষ্ঠানে আসে, এমনকি বিদেশ থেকে যার প্লেনের টিকেট পাঠানো হয় সেই মহামূল্যবান মানুষ, আমাদের মানিকগঞ্জের কৃতিসন্তান জনাব....লিটন ভাই(শুধু লিটন নামটিই এ মুহূর্তে স্মরণে আছে) আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। জ্ঞানী মানুষ নাকি প্রচারবিমুখ হয়, কিন্তু শুরুতেই হোচট খেলাম তার প্রচারমুখীতায়...তার বক্তব্য শুরুই হয় এভাবে-' যারা জীবনের প্রতি সব ভরসা হারিয়ে ফেলেছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের মধ্যে আমি উদ্দম সঞ্চার করবই। তবে আমার কথা শোনার জন্য বড় হলরুম লাগবে এবং দর্শক লাগবে কমপক্ষে ৫০০জন।

কাল চট্টগ্রামে আমার অনুষ্ঠান আছে। সেখানে দর্শক কত হবে জানেন?-মাত্র ১৮০০!! " আমার আর তেমন কিছু বলার নেই,তাই সেই কৃতিসন্তানের বক্তব্যই লিখে দেই_"ডেসটিনির ট্রেইনার হিসেবে যে ২য় হয়েছে তার প্রাপ্ত নম্বর ৩৫, আর ১ম জনের ৯৫, সেই প্রথম ব্যক্তিটি আপনাদের সামনে দাড়িয়ে। .......ডেসটিনি একটা টিভি বাজারজাত করে , সেই টিভির মডেল কে জানেন?শাহরুখ খান। সালমান খান, আমির খান, সাইফ আলি খান অনেক খান আছে, কিন্তু কিং খান একজনই. সে হল শাহরুখ............আপনি চাকরি করে কত টাকা সঞ্চয় করবেন বলেন?ধরেন আপনি ৩০ বছর চাকরি করে ১৮লাখ টাকা সঞ্চয় করলেন, কিন্তু যে দিন আসছে ভাইরে, ৩০বছর পর ১৮লাখ টাকায় কী হবে?অন্যদিকে ডেসটিনি করে আমি লিটন প্রতি মাসে মিনিমাম ৩লাখ টাকা কামাই করি। .........ডেসটিনির চেয়ারম্যান কে জানেন?একজন সাবেক সেনাপ্রধান।

আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম স্যার আপনি ডেসটিনি কেন করেন?উনি কী বলে জানেন? উনি বলেন-দেখ লিটন ডেসটিনি একটা ঘোষণা দিয়েছে যেটা বাংলাদেশের কোন সরকার দিতে পারেনি:২০১২ সালের মধ্যে বেকারমুক্ত বাংলাদেশ। । ............................আরও বক্তব্য ছিল সেই লোকের , কিন্তু আপাতত আর লিখতে ইচ্ছে হচ্ছেনা। তবে বাংলাদেশে এত বড়মাপের একজন মানুষ আছে, অথচ এতদিনেও তার নাম শুনিনি সেজন্য খুব অনুশোচনা হচ্ছে!!দুঃখিত লিটন ভাই,আমার বুয়েট থেকে বের হতে হতে ২০১১ চলে আসবে বোধহয়...হাতে আরও ১বছর সময় থাকবে তখনো...চাকরি না পেলে তখন আপনার শরণাপণ্ন হব (নাউজুবিল্লাহ)...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।