পাপোষহীন নেত্রীঃ ফখরুল, এইটা কিছু হইল। এর মানে কি? বাংলাদেশের সমুদ্রে কি হইসে ? আমরা তো রাজপথে আন্দোলন করসি। সমুদ্রের পক্ষে রায় দিল কেমনে?
ফখরুলঃ জানিনা ম্যাডাম। তবে সব সমুদ্র ভারত আর মিয়ানমার নিয়ে ফেলাইসিল। সেইখান থেকে জোর করে দিপুমনি কাইড়া নিয়ে আসছে।
পাপোষহীন নেত্রীঃ ঠিক বুঝলাম না। এইখানে মাইল বলে একটা কথা আছে এর মানে কি?
ফখরুলঃ জী ম্যাডাম, এর মানে দুরত্ব। ১৭৬০ গজে এক মাইল হয়।
পাপোষহীন নেত্রীঃ গজ মানে কি?
ফখরুলঃ গজ মানে হল হাতি। ঐরাবত।
পাপোষহীনঃ হাতি হল তোমার মাথা। মাতাল শফিউল রে ডাক। তার মাথায় কিছুটা হইলেও বুদ্ধি আছে।
মাতালঃ চিরকুমারী, আপনি কি আমাকে ডেকেছেন?
পাপোষহীনঃ আচ্ছা এই নটিক্যাল মাইল জিনিষ্টা কি?
মাতালঃ তিলকওয়ালী, মাইল দুই প্রকারের। এক প্রকার হইল ভাল, আরেকটা হইল ইয়ে মানে একটু খারাপ আরকি এই মানে হইল বেশ্যা মানে নটি টাইপ।
পাপোষহীনঃ আমার বাসায় পাওয়া ওই পত্রিকা গুলোর মত?
মাতালঃ ম্যাডাম আপনার জবাব নাই। ঠিক ধরেছেন।
পাপোষহীনঃ ফালু, এই ফালু। আমরা এখন কি করব?
ফালুঃ ধৈর্য্য ধর এখনি আমি আমার পোষ্য ব্লগারদের ফোন দিচ্ছি। টাকা যখন দিয়েছি, টাকা আরো দেব।
কিন্তু সামুর প্রথম পাতাতে এই বিষয়ক কোন পোস্ট রাখতে দিব না।
জী জনাব, অত্যন্ত সুকৌশলে হাবি জাবি পোস্ট আর বালসাল মার্কা ব্লেমগেম দিয়ে এই মূহুর্তে সামুর প্রথম পাতার দখল হল ছাগুদের কাছে। তারা এখন দিশা হারা হয়ে গেসে। কেউ মগবাজারে গেছে, কিন্তু যেয়ে দেখে সবাই এখন জেলে। তাই ঠিকমত কাঠাল পাতা হজম করতে পারতেসে না।
এর মধ্যে এক ছাগু বলে গিয়েছেন আজকে নাকি ভাদা ভাকুর হাম্বালীগের পোলাপাইনের খুব আনন্দের দিন। যাই হোক উনি নিজে যে আনন্দিত না সেটা বোঝা গেছে।
যাই হোক। শেষমেষ একটা কৌতুক বলি।
আওয়ামী লীগ আর বিএনপি একসাথে পিকনিকে গেসে।
রান্নার সময় খিচুড়ির মধ্যে কাক পায়খানা করে দিল। এক নেত্রী এইটা দেখে বলল এটাতো খাওয়া যাবে না। বিপক্ষ দলের লোকজন তখন তাদের নেত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম আমরা কি করব? তখন নেত্রী বলল, যেহেতু উনি বলেছেন খাবেন না, তাহলে আমরা অবশ্যই খাব। এই হল বাংলাদেশের রাজনীতি।
যারা যে দল সাপোর্ট করেন তারা তাদের ইচ্ছা অনুযায়ী নাম বসিয়ে নিয়েন।
শুভরাত্রি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।