আমাদের কথা খুঁজে নিন

   

দৈবচয়নের ভালোমন্দ : চার

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

১৬. ফাঁকি দিয়ে চলে যাই শেষে দূরদেশে এক জোড়া চাকার আহ্বানে কুয়াশা মাড়াই স্বজন উপেক্ষা করি বহু দূর দিয়ে হাঁটি যাতে কেউ দেখতে না পায় যে যাচ্ছি ঠিকই আমি যাই আমি ফিরি নিতি চরকি ঘোরা ঘুরি ১৭. ধুলোবালিসহ পথ থেকে কুড়িয়ে ফুঁ দিয়ে যেখানে রাখার নয় সেখানেই রাখলাম ভার নিলাম দায় নিলাম সে যখন ফিরে গেল আমাকে কলঙ্ক দিয়ে গেল ১৮. ছিল ঘুমন্ত আগ্নেয়গিরি ভেবেছি অযথা মৃত ভুল ভাবনার মাশুলস্বরূপ আজ এই ঝলসানো মুখ আমি পুড়ামুখো আমার আগ্নেয়গিরি মন্থনের সাধ জেগেছিল ১৯. তোমার যে পর্যন্ত গেলাম সেটা এক্সট্রিম এর চেয়ে বেশি না হলেও চলে এর চেয়ে বেশিটা আসলে বাড়াবাড়ি তোমার যে পর্যন্ত গেলাম সেটাই আমার কাঞ্চনজঙ্ঘায় ওঠা এ বাবদ ওটি ভাবি যথেষ্ট অর্জন ২০. এখন আমার ওঠা দরকার ঝেড়ে টান দিয়ে বের করা উচিত রহস্য সুতো কতখানি প্যাঁচালো বা সোজা কোনদিক থেকে কোনদিকে অভিমুখ ওর বোঝা দরকার এত চাপ নিলে মাথার ভিতরে দেবে যেতে হবে আরো ওঠা দরকার ভেঙে ফেলা দরকার ওই রহস্য কুঠুরি Image: The left-handed Punch, screenprint and articulated puppet by Rong King from http://ycba.yale.edu

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।