প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে
১.
শিকড়ের যেদিকে আমার সমূহ বিস্তার
তারই একটি ধরে বিলঝিল মান্দারের কাঁটা ফাটামাটি
চষে আসি
এইসব নস্টালজিয়া আমার ভালো লাগে
২.
এবার কুসুম ফুটে ঘুচল তোমার অপেক্ষা সুদূর
এতদিন প্রেম থেকে দূরে শুধু কাম ধরে বসেছিলে
এবার কামকে পেলে উপজাত হিসেবে প্রেমের
এবার ঘুরে দাঁড়াল সুখ
৩.
শীতে আমার ঝরেছিল দুটি মাত্র পাতা
বসন্তে যা শোধ
এই শ্রাবণে তোমার মনে কীসের অবরোধ
৪.
চোখে চোখে যাকে খুঁজি পাখি হয়ে উড়ে গেছে দূরে, আমার যে দৃষ্টির পাখা ছিল, গত শীতে শীতার্ত মানুষেরা জ্বালিয়ে তা আগুন পুহিয়ে গেছে, সেই থেকে পাখাহীন দৃষ্টি আমার, পদাঙ্গুলির চেয়ে দূরে কিছুতে পারে না যেতে, আমি এখন সাগর বানাচ্ছি সকাল বিকাল চোখের কান্না দিয়ে, আর ঝুনঝুনির মতো বাজিয়ে সেসব বিক্রি করছি দৃষ্টির দামে
৫.
ছাগ ও ছাগীরা যে ব্যা ব্যা করে তার মধ্যে কান পেতে থাকলে লাভ বৈ লোকসান হয় না, সুযোগ পেলেই তাই কাছেপাতে যাই, শব্দ শুনি, সহসা চমকে যাই, শুনি যে তার ছোটমেয়ের নাম ঐতিহ্য, বড়োমেয়ের ইতিহাস, যার রাজনীতির সাথে বিয়ে পাকাপাকি, পরিহাস এই, রাজনীতি ক্রমশ বাজেদের খপ্পরে পড়ে, নেশা ধরে, ঘরে ফেরে বহুরাতে, এটা ওটা সরায়, বিয়েটা ভেঙে যায় শেষে
এ পর্যন্ত হতে পারে, হয়, দিনে দিনে সমস্যা গজায়, রাজনীতি বেপরোয়া হয়ে পড়ে, ইতিহাসের মুখে সে ছুড়ে অ্যাসিড আর ঐতিহ্যকে করে হরণ
দু' দু'টো মামলা হয় ওর নামে, তবু লড়তে রাজি নয় আইনজ্ঞেরা, তারা সব রাজনীতির বগলের নিচে থাকে, থেকে থেকে দমবন্ধ প্রায়, মহাদুর্দিন নেমে আসে তাই একদিন, বিচারশালায়
Image: The left-handed Punch, screenprint and articulated puppet by Rong King from http://ycba.yale.edu
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।