প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে
১১.
নতুন এক ঘোরের মাঝে দিন যায় রাত যায়
এ এমন ঘোর
ডুবতে ডুবতে দফারফা
তবু দেখি আমার নাক ভেসে ওঠে
চুল ভেসে ওঠে
১২.
পুনরায় অরণ্যে প্রবেশ বহুদিন পরে
শেষ নেই এরকম মৃগয়ায়
গিজিগিজে বাঘ সিংহ হায়েনা অজগর
শিকার আমিই হতে পারি নিজে
যেকোনো সময়
ঢুকে গেছি তবু বনে
একটামাত্র বল্লম সহযোগে
ভয় ছিল তবু মাখি নি গায়েই
হরিণের মাংসে অভ্যস্ত বলে
এছাড়া কেননা অসম্ভব বেঁচে থাকা
১৩.
আমি যার কাছে পরামর্শ নিতে যাই সে আমার চেয়ে কম জানে
১৪.
নিঃসঙ্গতার একশ বছর লেখা হয়ে গেছে
লেখা তো হয় নি এখনো একদিনের অন্ধকার
ধরবে এ অন্ধকার
গ্রন্থের এমন আয়তন অসম্ভব
১৫.
এত পিছে থাকলে তাকে সঙ্গে নেবার ইচ্ছেটাই মরে যায়
আরেকটু আপডেটেট থাকা-টাকা লাগে
যৌথযাত্রা সেক্ষেত্রে চমকপ্রদ হয়
Image: The left-handed Punch, screenprint and articulated puppet by Rong King from http://ycba.yale.edu
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।