অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
নিতি প্রত্যুষে তব বিচক্ষণ হয়ে উঠি
যুক্তিতে, উক্তিতে
রীতিতে, নীতিতে
আচারে, বিচারে
প্রতি ঝলকে, পলকে
দমে দমে
কদমে কদমে
মোর বানী চিরন্তন
করে উন্মোচন
শ্বাশ্বত সত্য;
ক্ষণে ক্ষণে মম আদর্শ হয়ে উঠি
তব ভক্তকূল মাগে আশিষ
ভূতকাল নখদর্পনে লয়ে
বর্তমানকে হাতের মুঠোয় পুরি
মোর চরণতলে লুটায় ভবিষ্যৎ
ত্রিকাল জুড়ে আমারই রাজত্ব্য;
আমি জীবন্ত কিম্বদন্তীসম
নব্য তোরণ স্বাগত জানায় মোরে
পুষ্পমাল্য আমার বরণ তরে
মম স্তুতি আজি সকল সভাষদে
মোর এক হাঁকে করে
শিনা টান টান
লাখো নও জোয়ান
এক ফুঁৎকারেই জাগ্রত;
আমি মিষ্টভাষী, স্পষ্টবাদী
নির্ভীক আমি, জনদরদী
ধীর-স্থির, ধর্মভীরু
দূরদর্শীতায় নম নম সবে
প্রণমিয়া কহে- ধন্য গুরু!
দশদিকে তব লহরী তোলে
গুণকীর্তন যত
মোর শুভনাম শ্বেত মর্মরে
খোদিত, শোভিত;
রৌদ্দুর যবে নেতিয়ে যায়
রহস্য লয়ে রাত্রি ধায়
চেনা মুখগুলি আলো-ছায়া তলে
বহুরূপের ছল জাগায়
পাষাণ শিনায় ঢাকি তব যত
অভিনীত মনুষত্য;
এই ক্ষণে তব খোলস ছাড়ি
গুপ্তপুরীর কড়া নাড়ি
ধুম্রজালের আবর্তনে
সিংহাসনে আসন গাড়ি
আমি স্বয়ং রাজাধিরাজ
শৃংখলে যত কম্পিত দাস
নখসম ক্রটি করি নাকো হেলা
জীবন-মৃত্যু, তুড়ির খেলা
প্রমোদলীলায় আসর জমাই
সূরা পানে তব পিয়াস মিটাই
লকলকে জিভ, টকটকে লাল আঁখি
সাধ্যি কাহার, দেয় মোরে কভূ ফাঁকি
দানব যেন জুড়িয়া থাকে
আমার অস্তিত্ব;
আমি স্বেচ্ছাচারি, স্বৈরাচারী
স্বীয় ক্ষমতায় অহংকারী
বহুরূপী আমি দিবস-যামি
স্বার্থপর আমি, সুযোগসন্ধানী
সততার বুকে আঘাত হানি
চতুরতা মোর বোঝা বড় ভার
মুখোশে ঢাকি লোভ চেহারার
চতুর্দিকেই বিচরণ মোর
নই মোটে কল্পিত;
বহু নামে মোরে চেনে-জানে দশে
সাদা-কালো দুই ভুবন মাঝে
ইতিহাস আজি গড়িতেছি বটে
রচিতেছি খোদ
জ্ঞান গরিমার মহাকাব্য
পাপ-পূণ্য খেলা সম করি
পরোয়া করি না ভবিতব্য
সঁপি মোরে রোজ আঁধারতলে
জানিয়া-শুনিয়া-বুঝিয়া
অনুতপ্তহীন সর্বদা
মম জ্ঞানপাপী এক
জপি অনুক্ষণ আঁধারেরই দাসত্ব ।
----------
ছবিসূত্র : Click This Link
পুনশ্চ :বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনী ধারাকে অনুকরণের কোনরকম প্রয়াস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।