যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা জ্ঞানী মানুষ চাই, তবে জ্ঞানপাপী চাই না। আমাদের জ্ঞানী হতে হবে, শিক্ষিত হয়ে উঠতে হবে, তবে জ্ঞানপাপী নয়। জ্ঞানপাপী আমাদের সমাজের জন্য ভয়াবহ হুমকি। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা সুশিক্ষিত মানুষ চাই তবে শিক্ষিত দুর্নীতিবাজ চাই না।
দুর্নীতি আমাদের শত্রু। এই শত্রুকে পরাজিত করতে হবে। অনিয়ম, দুর্নীতি, মিথ্যাচারকে না বলতে হবে। তেমনিভাবে সহিংসতা, জঙ্গিবাদ, নাশকতাকে না বলতে হবে।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।