আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে Andres Amador একটা গান শুনেছেন নিশ্চয়ই – খুব পপুলার একটা গান – “ বালিতে তোমার নাম লিখে দেব” “ জলে ধুয়ে যাবে ... আর সেই বালিতে আঁকা শিল্প এবং শিল্পীর কথা শুনবো । সমুদ্র সৈকতে গিয়েছেন অথচ বালিতে নিজের অথবা প্রিয়জনের নাম খানা লিখেন নাই এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে । আমি নিজে ও অগনিত বার সমুদ্র সৈকতে গিয়েছি এবং বালিতে নিজের অথবা প্রিয়জনের নাম লিখেছিলাম । তবে এটি ওযে একটি শিল্প কর্ম হতে পারে তা আমি জানতাম না । “Andres Amador” নামের সান ফ্রান্সিসকো এলাকার একজন চিত্রশিল্পী বালির মধ্যে বিশাল আকৃতির নকশা তৈরী করে রীতিমত দেশটিতে হইচই ফেলে দিয়েছে । এই সম্পর্কে তার অভিমত হল – “My dream is to do my artwork in locations around the world and to bring more people into the creative act with me,” তার ওয়েব সাইট দেখতে পারেন এখান থেকে - andresamadorarts.com ফেইস বুক ফ্যান পেইজ ও দেখতে পারেন - Click This Link অনেক ধন্যবাদ সবাইকে পোস্টটি দেখার জন্য ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।