শনিবার চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
নগরীর নসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে সরকার ষড়যন্ত্র করে ক্ষমতায় আঁকড়ে থাকতে দলীয় সরকারের অধীনে পাতানো নির্বাচনের চেষ্টা করছে।”
তবে আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক পুনর্বহালের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেন তিনি।
“এজন্য ঈদের পর চট্টগ্রাম থেকেই ভিন্নমাত্রার আন্দোলন শুরু করা হবে,” বলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি।
দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে রোজায় নগরবাসীকে নিরবছিন্ন পানি-গ্যাস-বিদ্যুত সরবরাহের দাবিতে এ সমাবেশের আয়োজন করে বিএনপি।
আমীর খসরু বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় সেবার চরম সংকটের কারণে নগরবাসী মানবেতর জীবন-যাপন করছে। রমজানে পানি বিদ্যুৎ-গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নিউ মার্কেট মোড়ে শেষ হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।