আমাদের কথা খুঁজে নিন

   

আমার জিহবা খানি কাটিয়া লইবার পূর্বে আমাকে হত্যা করিও।

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

দুই ব্লগ জুড়িয়া চলিতেছে নিদারুন ভর্ৎসনা কাল। এ ওকে, সে তাকে যাহা ইচ্ছা, যেই রুপ মনচায় অভিযোগ করিয়া যাইতেছে। কাহারো কোনো বিরাম নাই।

এ যেন শীত কালে পদ্মার বুক জুড়িয়া জাগিয়া ওঠা কোন চর, যাহা দখল করিবার অভিপ্রায়ে সকলেই দিক-বিদিক জ্ঞান হাড়াইয়া আগে বারিতেছে। আমার ব্লগ-এ কোনো এক অপরিনামদর্শী বালক (উনার জ্ঞানের পরিধী কোন বালকের চাইতে বেশি হইবার কোন যুক্তি গ্রাহ্য কারন দেখিতেছি না) ইচ্ছাকৃত ভাবে দৃষ্টি আকর্ষনের যে চেস্টা চালাইয়াছিল তাহা আমাদের শ্রদ্ধেয় ব্লগারকূলের কার্যকলাপে সাফল্য লাভ করিয়াছে। আমি সামান্য মানুষ, আমার অধিক কিছু বলিবার নাই। খালি একখানি কৌতুক মনে পরিয়া গেল। এক আমেরিকান তরুন আরেক রাশিয়ান তরুনের সহিত তর্ক করিতেছিল কাহার দেশে বাক-স্বাধীনতা সুষ্ঠু রুপে বর্তমান।

আমেরিকান কহিল, আমাদের দেশে আমরা যেকোন সময় পার্লামেন্টের সম্মুখে দারাইয়া "আমেরিকা নিপাত যাক" চিৎকার করিয়া বলিতে পারি, কোন পুলিশ আসিয়া আমাদের গ্রেফতার করিয়া লইয়া যায়না। উত্তরে রাশিয়ান তরুন বলিলো ইহা আর কঠিন কি? আমরাও যে কোন সময় আমাদের পার্লামেন্টের সম্মুখে দারাইয়া "আমেরিকা নিপাত যাক" চিৎকার করিয়া বলিয়া নিরাপদেই গৃহে প্রত্যাবর্তন করিতে পারি। আমার জিহ্‌বা খানি কাটিয়া লইবার পূর্বে আমাকে হত্যা করিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।