বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে একজন পাচারকারীও রয়েছেন। গতকাল শুক্রবার রাতে সাদীপুরের রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
সূত্র জানায়, শরীয়তপুরের আব্দুল লতিফের ছেলে জুয়েল হোসেনসহ অন্য দালালরা মিথ্যা চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভারতের গুজরাটে নিয়ে যাচ্ছিল। জুয়েল ছাড়া আটককৃতদের মধ্যে দুই শিশু ছাড়াও রয়েছেন ৩১ জন পুরুষ ও চারজন নারী।
নড়াইল, চাঁদপুর, জামালপুর, যশোর, বগুড়া ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকা থেকে এরা এসেছেন। গতকাল রাতেই এদের বেনাপোল পোর্ট থানায় পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। অভিযানের সময় একজন পাচারকারী ধরা পড়লেও বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির মালিক রাজ্জাকসহ অন্য দালালরা পালিয়ে যায়।
এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আজ শনিবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।