আনন্দ সুখ শান্তি ঐ ঝর্ণা ধরায়.......!
খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে মায়ের জন্য ঈদের জুতা নিয়ে বাড়ি ফিরছিল যুবক হুমায়ুন কবির (২০)। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। কুড়িগ্রাম বাস টার্মিনাল সংলগ্গম্ন পরিত্যক্ত রেলপথে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছে সে। শুত্রক্রবার সল্পব্দ্যা ৭টার দিকে এই খুনের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ভোররাতে শাওন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও নিহত যুবকের স্ট্বজনরা জানান, উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্যা (চুনিয়ারপাড়) গ্রামের হাবিবুর রহমানের পুত্র হুমায়ুন কবীর গত শুত্রক্রবার খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কুড়িগ্রামে আসে। পরীক্ষা শেষে নাজিরা সরকারপাড়া গ্রামে বোনের বাড়িতে যায়। সেখান থেকে ইফতারের পর মায়ের জন্য জুতা এবং কিছু কাপড় নিয়ে কুড়িগ্রাম বাস টার্মিনালে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা তার সর্বস্ট্ব কেড়ে নিয়ে মাথা, ঘাড় ও বুকে ছুরিকাঘাত করে। পথচারীরা তাকে সদর উপজেলা হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।