আমাদের কথা খুঁজে নিন

   

"নিরাপদ ব্লগার" কাঙাল মামার সামহোয়ারে ১ বছর

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
রেজিস্ট্রেশনের আগে যে ৮ মাস অফলাইনে থেকে ব্লগ পড়তাম সেটা বাদ দিলে সামহোয়ারে আমার ১ বছর ১ সপ্তাহ পার হইছে পরিসংখ্যান কথা বলে:::.. পোস্ট করেছেন: ৩০টি মন্তব্য করেছেন: ১১৩৩টি মন্তব্য পেয়েছেন: ৯৩০টি ব্লগ লিখেছেন: ১ বছর ১ সপ্তাহ ব্লগটি মোট ২০২৫৭ বার দেখা হয়েছে কি পেলাম :::.. অনেক, অনেক কিছু পেয়েছি এই কয়েকদিনে। অনেক ব্লগারের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। অনেক কিছু শিখেছি। হাজার রকম মানুষের সাথে পরিচয় হইছে। অনেক রকম মানুষ চিনলাম।

সবচেয়ে বড় অর্জন একটা কমিউনিটির সাথে জড়িয়ে গেলাম, যেখানে সবাই দেশ আর মানুষের জন্য ভাবে। কেমন যেনো অদ্ভূত একটা টান অনুভব করি। জীবনের হাজারটা ব্যাস্ততা ভুলে শাহবাগের পাবলিক লাইব্রেরীতে কিছু মানুষের সাথে বসে থাকা ; কথা নেই বার্তা নেই, কারো কারো পুরাতন লাস্ট পোস্টে গিয়ে কমেন্ট, "মামা,ভালানি?"...এই ব্লগটা নেশায় পরিনত হইছে আর মানুষগুলো আপনজনে। হ্যা, খুব শক্তভাবেই জড়িয়ে গেছি এই ব্লগটার সাথে। জীবনের একটা অংশ হয়ে দাড়িয়েছে এই ব্লগটা।

একদিনের লেখাগুলো মিস করলেই মনটা কেমন যেনো খচখচ করতে থাকে। চেনা মানুষগুলোকে অনলাইনে না দেখলে মনে হয় তাদের খারাপ কিছু হয় নাই তো!!!! কি দিলাম:::.. সেই হিসাবে কিছুই দেয়া হয় নাই ৩/৪ টা কবিতা ছাড়া। আমার কেনো জানি মনে হয় এইসব "কাপঝাপ" লেখা লিখে সবাইকে দেখানো একটা অপরাধ। পোস্টের সংখ্যা তাই খুব কম। আর অনেকেই হয়ত ভাবে আমি তাদের ব্লগ দেখি না।

আসলে তা নয়। আমার একটা অদ্ভূত সমস্যা আছে। মজিলা বলেন আর ইন্টারনেট এক্সপ্লোরার বলেন, আমার কিছুক্ষন পর পর লাইন কেটে যায়। পোস্ট পড়ে কমেন্ট লিখে সেন্ড করার পর বলে আমি নাকি সাইন ইন করি নাই! কতবার আর লগইন করা যায়। তাই বিরক্ত হয়ে আজকাল অফলাইনে বসে লেখাগুলো পড়ে যাই।

অনেক কথাই বলতে মন চায়। থাক, আজকে আর না, আরেকদিন। শুধু এটাই চাই, এরকম আরো কয়েকটি বছর যেনো আপনাদের সাথে কাটাতে পারি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.