আমাদের কথা খুঁজে নিন

   

'রাসেল মাহমুদ' তুমি আমার ভাই, তুমি অঙ্গারিত জনগণের প্রতিনিধি

সুখ সেতো অধরা; ভালো করেই জানি, মর্ত্যলোকে ঘুড়ে বেড়াই আমি অভিমানী। উত্তরায় বাসে আগুন, পুড়ে মরলেন 'রাসেল মাহমুদ'। তিনি এবি ব্যাংকের কাকরাইল শাখার কর্মকর্তা ছিলেন। হরতালের ঘোষণা দিয়ে সোমবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছিলো। এর মধ্যেই গাজীপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী এই বাসটিতে আগুন দেয়া হয়।

“বাসটিতে আগুন দেয়া হলে যাত্রীরা সবাই নেমে পড়লেও একজন আটকা পড়েন। তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তার নাম 'রাসেল মাহমুদ ” লোভ লোভ লোভ...... 'রাসেল মাহমুদ' তুমি আমার ভাই, তুমি অঙ্গারিত জনগণের প্রতিনিধি , হয়তো তোমার জায়গায় আমিও থাকতে পারতাম। হতে পারতাম অঙ্গার। তোমার জীবন দিয়ে তুমি আজ আমার জীবন বাচালে।

আরেকদিন আমার জীবন দিয়ে হয়তো আরেকজনের জান বাঁচাবো। আবারো আরেকজন নিজের জান দিয়ে আরেকজনের জান বাচাবে। এই জীবন গুলা কাদের জন্য ধ্বংস হচ্ছে ??? কিসের জন্য?? জীবনের মূল্য কি এতই তুচ্ছ?? কাদের পাপ ঢাকার জন্য??? কোন ক্ষমতা লোভীদের জন্য ??? কাদের খায়েশ মিটানোর জন্য ??? এই লোভের ভুক্তভোগী কারা?? শুধুই কি আমরা!!! আমজনতা ??? একবার কি চিন্তা করেছি, 'রাসেল মাহমুদ' এর পরিবারের অবস্থা। না , তা নিয়ে ভাবার সময় আমাদের কই? রাসেলের বাবা - মা ,ভাইবোন, স্ত্রী সন্তান যারা তার ঘরে ফেরার অপেক্ষায় ছিলো ... জীবন তাদের কাছে এখন ক্যামন ??? নিজেকে 'রাসেল মাহমুদ' এর পরিবারের জাগায় বসিয়ে একবার চিন্তা করে দেখি......  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।