আমাদের কথা খুঁজে নিন

   

রাসেল (........) গালি চিরন্তন, কিপ ইট আপ!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

সবাই দেখি রাসেলকে এলিমিনেটেড করতে উঠে পড়ে লেগেছে। সবাই যেমন তাকে নিষেধ করছে, এটা যদি তাদের স্বাধীনতা হয়, ভাল চিন্তা হয়, তবে আমারও একখান বিপরীত চিন্তা আছে। যেটাকে আমি আমার ভাল চিন্তা মনে করি, আমার স্বাধীণতা মনে করি। সেটা হচ্ছে রাসেলের গালির আমি এ্যাডমায়ার। তার গালিতে আমার সামাজিক, বুদ্ধিবৃত্তিক, মনুষত্ববৃত্তিক জগতে কোন ধরণের অনিষ্টকর প্রভাবিতকরণ দেখিনি।

আমি কোন এ্যাকটিভিস্ট নই, আমার কারো কোন মংগল করার ক্ষমতা নেই। আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে কারো যেন কোন ক্ষতি না হয়। কেউ যদি মনে করেন অন্যে আপনাকে গালি দিয়েছে এটার বিরুদ্ধে যদি আমি না দাড়াই তাহলেও আপনার ক্ষতি হচ্ছে, তাহলে আমার কথা হচ্ছে আমি ভোদাইর সাথে নাই। তাকে এ উপকারটুকু না করে বরং তাকে ভোদাই থেকে উত্তরণের জন্য আমার সাহায্য। তবে আমি নিজে, কারো অনুভূতি আঘাতপ্রাপ্ত হলে গালি দেই না, তার ধর্মকে হেয় করি না, কারণ আমার কাছে সবার উপরে মানুষ সত্য, সে যে বিশ্বাস লালন করুক না কেন তাকে আমার ইশ্বর মনে হয় না, মনে হয় শেষাবধি সে মানুষই।

রাসেল একজনই যে এভাবে লিখতে পারে, ডাইভারসিটি এক্সিসটেনসের জন্য যাকে উৎসাহ দেয়া দরকার। যার পছন্দ হবে না সে তার বিরুদ্ধে যেমন লিখতে পারেন, তেমনি আমি তাকে পছন্দ করি কাজেই তাকে প্রশংসা করে, উৎসাহ দিয়ে আমি লিখছি। এটা আমার স্বাধীনতা। কেউ কিছু বললেও আমার কিছু যায় আসে না। আমার স্বাধীনতা কিভাবে সমুন্নত রাখা যায় সেটা আমার ভালকরেই জানা আছে।

ব্যাস। গুড কমেন্ট অলওয়েজ রাসেল, কিপ ইট আপ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।