আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! হরতাল শব্দ টি গুজরাটি ভাষা থেকে আগত। মহাত্মা গান্ধী বৃটিশদের বিরুদ্ধে অহিংস বিক্ষোভ প্রদর্শনের জন্য বিক্ষোভকারীদের নিয়ে পথের মাঝে বসে "হরির তাল" (হরে রাম হরে কৃষ্ণ জপ) করতেন।সেখান থেকে এলো হরতাল। হরতালের ফার্সি বা উর্দূ ভার্সন নাই। ইসলামি ঝান্ডা কায়েক কারনে কে লিয়ে, একজন সাচ্ছা মুসলামান হইয়া এভাবে হরি নাম কৃষ্ণ নাম জপা কি ঠিক ??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।